নয়াদিল্লি, 7 এপ্রিল: বৈশাখী অনুষ্ঠানে সামিল হতে ভারত থেকে পাকিস্তানে যাচ্ছেন 2 হাজার 856 জন শিখ পুণ্যার্থী ৷ শুক্রবার এই তথ্য সামনে এনেছে ভারতে অবস্থিত পাক হাই কমিশন ৷ তাদের তরফ থেকে জানানো হয়েছে, চলতি মাসের 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পাকিস্তানে বৈশাখী উৎসব পালন করা হবে ৷ তাতে যোগ দিতে যাওয়ার জন্য 2 হাজার 856 জন ভারতীয় পুণ্যার্থীর ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে ৷ এই পুণ্যার্থীরা সকলেই পাকিস্তানের ডেরা সাহিব, পাঞ্জা সাহিব, নানকানা সাহিব এবং কার্তারপুর সাহিব গুরুদ্বার ঘুরে দেখার সুযোগ পাবেন ৷
প্রসঙ্গত, প্রতিবছরই বহু শিখ ও হিন্দু পুণ্যার্থী পাকিস্তানে তীর্থ করতে যান ৷ ভারত ও পাকিস্তানের মধ্যে এই বিষয়ে আলাদা করে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে ৷ সেই চুক্তির আওতাতেই তীর্থযাত্রীরা এই সুযোগ পান ৷ একইভাবে পাকিস্তান থেকেও বহু পুণ্যার্থী প্রতিবছর ভারতে আসেন ৷ নির্দিষ্ট 'প্রোটোকল' মেনে এই প্রক্রিয়া সারা হয় ৷
এদিন ভারতে অবস্থিত পাক হাই কমিশনের পক্ষ থেকে এই ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, "আসন্ন বৈশাখী উৎসব উপলক্ষে দিল্লির পাক হাই কমিশন 2 হাজার 856 জন শিখ পুণ্যার্থীর ভিসার আবেদন মঞ্জুর করেছে ৷ তাঁরা সকলেই পাকিস্তানে তীর্থ করতে যাওয়ার অনুমতি পাচ্ছেন ৷ আগামী 9 থেকে 18 এপ্রিল তাঁরা পাকিস্তানে আয়োজিত হতে চলা বার্ষিক বৈশাখী উৎসবে সামিল হতে পারবেন ৷"