রাজনান্দগাঁও (ছত্তিশগড়), 22 এপ্রিল: নকশাল দমনে 280 জন মহিলা পুলিশ কর্মী যোগ দেবেন 'বস্তার ফাইটার্সে' ৷ রাজনান্দগাঁওয়ের পুলিশ ট্রেনিং কলেজে (পিটিসি) প্রশিক্ষণ শেষ করেছেন তাঁরা ৷ এবার শুধু বাহিনীতে যোগ দেওয়ার পালা । 'বস্তার ফাইটার্স' ছত্তিশগড় পুলিশের একটি বিশেষ ইউনিট ৷ রাজ্যের নকশাল অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বস্তার মোতায়েন করা হয়েছে । এই উপলক্ষে এখানে একটি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার ৷ যাতে উপস্থিত ছিলেন পুলিশের আইজি ওপি পাল-সহ অন্যান্য কর্মকর্তারা ।
আইজি ওপি পাল বলেন, "এই মহিলা বস্তার যোদ্ধারা রাজ্যের মানুষের জন্য কিছু করার ইচ্ছার প্রতি তাদের কঠোর পরিশ্রম এবং আবেগকে প্রদর্শন করেছে । স্থানীয় যুবতীদের পুলিশে যোগদান রাজ্যের জনগণের নিরাপত্তা আরও বেশি করে সুনিশ্চিত করতে সাহায্য করবে ৷ এমনকী পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনেও সাহায্য করবে । এটি 280 জন মহিলাদের নিয়ে পাসিং আউট প্যারেড ছিল ৷ যারা খুব শীঘ্র বস্তার যোদ্ধাদের অংশ হবে ।" ওপি পাল আরও জানান, এই মহিলা কনস্টেবলদের উদ্দীপনা দেখে বোঝা যায় যে তারা তাদের কাজের প্রতি কতটা নিষ্ঠাবান । আশা করা যায় তারা তাদের সেরাটা দেবে কাজে । সবাই আশা করছে যে তারা যখন মাঠে নামবে তখন নকশালদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের যথাসাধ্য দিয়ে চেষ্টা করবে ।