দেরাদুন, 13 মে : চারধাম যাত্রায় গিয়ে 10 দিনে মৃত্যু 28 জনের ৷ 3 মে গঙ্গোত্রী, যমুনোত্রীর দরজা খুলে দেওয়া হয় ভক্ত, দর্শনার্থীদের জন্য ৷ এরপর 6 মে কেদারনাথ, 8 মে বদ্রীনাথ মন্দিরও সাধারণের জন্য উন্মুক্ত করা হয় ৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে একদিকে যেমন 75 বছরের প্রবীণ রয়েছেন, অন্যদিকে 30-40 বছর বয়সী যুবকেরাও (28 pilgrims died in Chardham Yatra 2022 in Uttarakhand) ৷
বয়সের পরিসংখ্যানে, 30 থেকে 40 বছর বয়সী 3 জন, 40-50 বছরের 4 জন, 50-60 বছরের 8 জন প্রাণ হারিয়েছেন ৷ ষাটোর্ধ্ব এবং 76 বছর পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে ৷ যমুনোত্রীতে হেঁটে যাওয়ার ফলে সবচেয়ে বেশি মানুষ প্রাণ খুইয়েছেন ৷ উত্তরাখণ্ডের চারধাম যাত্রায় এই মৃত্যুর ঘটনায় কেন্দ্রও নড়েচড়ে বসেছে ৷ এনডিএ সরকার উত্তরাখণ্ডের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷ কেদারনাথে এখনও পর্যন্ত 10 জন, বদ্রীনাথে 5 জন, গঙ্গোত্রীতে 3 জন এবং যমুনোত্রীতে সবচেয়ে বেশি 11 জনের মৃত্যু হয়েছে ৷
কেদারনাথ যাত্রায় 10 জন তীর্থযাত্রীর মৃত্যু
কেদারনাথেও পরিস্থিতির অবনতি হচ্ছে ৷ এখানে মৃত 10 জনের মধ্যে এক ব্যক্তি খাদে পড়ে মারা গিয়েছেন ৷ বাকিরা কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, কেউ বা প্রচণ্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছেন ৷ কেদারনাথে তীর্থযাত্রীদের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁদের হেলিকপ্টারে গুপ্তকাশীতে নিয়ে যাওয়া হচ্ছে ৷ যাতে তাঁরা সময়মতো চিকিৎসা পেতে পারেন ৷ বৃহস্পতিবার কেদারনাথে হেঁটে যাওয়ার পথে লিনচৌলীর কাছে কালকা প্রসাদ গুপ্তা অসুস্থ হয়ে পড়েন ৷ তিনি উত্তর প্রদেশের বাসিন্দা ৷ ডিডিআরএএফ টিম তাঁকে তড়িঘড়ি গৌরীকুণ্ড হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান ৷ সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই বেশি যাত্রী মারা যাচ্ছেন ৷
চারধাম যাত্রায় দুর্গম পথে 3 মে থেকে 12 মে পর্যন্ত 28 জন মারা গিয়েছেন আরও পড়ুন : Kedarnath Temple Opens : ভক্তদের জন্য খুলল কেদারনাথের দরজা, প্রথম পুজো মোদির নামে
স্বাস্থ্য দফতরের আধিকারিক বিন্দেশ শুক্লা জানিয়েছেন, গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধাম পর্যন্ত 16 জন চিকিৎসক প্রস্তুত রয়েছেন ৷ রাস্তায় 12টি এমআরপি আছে ৷ চিকিৎসকদের পরামর্শ, অসুস্থ তীর্থযাত্রীদের কেদারনাথ যাত্রায় আসা উচিত নয় ৷ এমন অনেকেই আছেন, যাঁদের অস্ত্রোপচার হওয়ার কথা ৷ তাঁরা চিকিৎসকদের পরামর্শ ছাড়াই চলে এসেছেন ৷
এ প্রসঙ্গে উত্তরাখণ্ডের স্বাস্থ্য দফতরের ডিজি শৈলজা ভট্ট জানিয়েছেন, মৃত ব্যক্তিদের কেউ হাসপাতালে গিয়ে মারা যাননি ৷ সবাই যাত্রাপথে প্রাণ হারিয়েছেন ৷ তাই এতে স্বাস্থ্য বিভাগের কোনও অবহেলা নেই বলে দাবি করেছেন শৈলজা ৷ অথচ চারধামের যাত্রাপথে স্বাস্থ্য পরিষেবার হাল অত্যন্ত খারাপ ৷ হঠাৎ কিছু হলে প্রাথমিক চিকিৎসা পাওয়ার জন্য কোনও চিকিৎসক নেই ৷ মুখ্য সচিব নিজেই স্বীকার করেছেন, তাঁদের কাছে হৃদরোগ বিশেষজ্ঞের সংখ্যা কম ৷
রুদ্রপ্রয়াগে প্রবীণ চিকিৎসক ডাক্তার সঞ্জয় তিওয়ারির মতে কেদারনাথ ধাম যাত্রা অত্যন্ত কঠিন ৷ যেখানে খাড়া পথ বেয়ে উপরে উঠতে হয় ৷ পাহাড়ে তীর্থযাত্রীদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা উচিত ৷ হেঁটে ওঠার সময় শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয় ৷ অধিক উচ্চতায় অক্সিজেন নিতে পারেন না অনেকে ৷ আর এতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৷ তীর্থযাত্রীদের সঙ্গে অবশ্যই ওষুধ রাখা উচিত ৷ তাঁরা অনেক সময় খাওয়া-দাওয়া ছেড়ে দেন ৷ যার ফলে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন ৷ তাই চারধাম যাত্রায় আসার আগে যাত্রীদের সঙ্গে ওষুধ, গরম জামাকাপড় রাখা জরুরি ৷
আরও পড়ুন :Badrinath Dham Opens : আজ ভোরে খুলল উত্তরাখণ্ডের চামোলিতে বদ্রীনাথের দরজা