মুম্বই, 30 অগস্ট:মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে যোগ দেবে 28টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল ৷ বুধবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ জুলাই মাসে বেঙ্গালুরুতে বিরোধী জোটের যে বৈঠক হয়েছিল সেখানে যোগ দিয়েছিল 26টি দল ৷ মুম্বইয়ের বৈঠকে সেই সংখ্যাই বেড়ে হচ্ছে 28টি ৷ আগেই শোনা গিয়েছিল, বিজেপি বিরোধী জোটের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল, এদিন কার্যত সেই খবরেই সিলমোহর দিলেন পাওয়ার ৷ এর ফলে স্পষ্ট আগামী বছর লোকসভা ভোটের আগে সংখ্যায় ও বহরে বাড়ছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোট ৷
শরদ পাওয়ার এদিন জানিয়েছেন, 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধীদের যে বৈঠক বসছে, সেই বৈঠকে 'ইন্ডিয়া' জোটের মোট 63 জন সদস্য যোগ দেবেন ৷ বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে বিরোধী জোটের তৃতীয় বৈঠক ৷ তার আগে বুধবার এক সাংবাদিক বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) এর প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে ৷