পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

INDIA Mumbai Meeting: বহরে বাড়ছে 'ইন্ডিয়া', মুম্বইয়ে জোট বৈঠকে অংশ নিচ্ছে 28টি দল - mamata banerjee

বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের দু'দিনের বৈঠক ৷ এবারের বৈঠকে যোগ দিচ্ছে 28টি দল ৷ জুলাই মাসে বেঙ্গালুরুর বৈঠকে ছিল 26টি দল ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 5:33 PM IST

মুম্বই, 30 অগস্ট:মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে যোগ দেবে 28টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল ৷ বুধবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ জুলাই মাসে বেঙ্গালুরুতে বিরোধী জোটের যে বৈঠক হয়েছিল সেখানে যোগ দিয়েছিল 26টি দল ৷ মুম্বইয়ের বৈঠকে সেই সংখ্যাই বেড়ে হচ্ছে 28টি ৷ আগেই শোনা গিয়েছিল, বিজেপি বিরোধী জোটের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল, এদিন কার্যত সেই খবরেই সিলমোহর দিলেন পাওয়ার ৷ এর ফলে স্পষ্ট আগামী বছর লোকসভা ভোটের আগে সংখ্যায় ও বহরে বাড়ছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোট ৷

শরদ পাওয়ার এদিন জানিয়েছেন, 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর মুম্বইয়ে বিরোধীদের যে বৈঠক বসছে, সেই বৈঠকে 'ইন্ডিয়া' জোটের মোট 63 জন সদস্য যোগ দেবেন ৷ বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে বিরোধী জোটের তৃতীয় বৈঠক ৷ তার আগে বুধবার এক সাংবাদিক বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) এর প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে ৷

শরদ পাওয়ারের দাবি, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে ৷ বিরোধী ইন্ডিয়া জোটের তরফে একটি কমন মিনিমাম প্রোগ্র্যাম বা অভিন্ন নূন্যতম কর্মসূচি তৈরি করা হতে পারে ৷ এদিনের সাংবাদিক বৈঠকে উদ্ধব ঠাকরে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, "ইন্ডিয়া জোটের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অনেক মুখ রয়েছেন, কিন্তু বিজেপির কাছে একজন বাদে আর কোনও মুখ নেই ৷"

আরও পড়ুন: কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবিতে সোচ্চার আপ

মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে জানিয়েছেন, 'ইন্ডিয়া' জোট আরও বাড়ছে, 26 থেকে 28 হচ্ছে ৷ তাঁর কথায়, "ইন্ডিয়া যাত বাড়বে, চিন তত পিছনে যাবে ৷" বিরোধী জোট বৈঠকে জোট দিতে বুধবার বিকেলেই মুম্বই পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details