পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bengaluru Opposition Meeting: সকলের অধিকার রক্ষায় জাতিশুমারির দাবিতে যৌথ সংকল্প বিরোধী বৈঠকে - opposition

মঙ্গলবার কর্ণাটকের বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক হয় ৷ সেখানে বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তাছাড়া একটি যৌথ সংকল্পপত্রও প্রকাশ করা হয়েছে বিরোধীদের তরফে ৷ সেখানে জাতিশুমারি, সংখ্যালঘুদের অধিকার রক্ষা-সহ একাধিক দাবি করা হয়েছে ৷

Bengaluru Opposition Meeting
Bengaluru Opposition Meeting

By

Published : Jul 18, 2023, 7:08 PM IST

বেঙ্গালুরু, 18 জুলাই: 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ক্রমশ দানা বাঁধতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির জোট ৷ মঙ্গলবার কর্ণাটকের বেঙ্গালুরুতে এই জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্তও নেওয়া হয় ৷ যে সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম কেন্দ্রের কাছে জাতি গণনার দাবি আরও জোরালো করা ৷ পাশাপাশি সংখ্যালঘু, মহিলা, দলিত, আদিবাসী ও কাশ্মিরী পণ্ডিতদের বিরুদ্ধে হওয়া হিংসার বিরুদ্ধে সরব হওয়ার ‘সংকল্প’ও নিয়েছে বিরোধীদের এই জোট ৷

এ দিন বেঙ্গালুরুর বৈঠকে বিরোধীদের এই জোটের নতুন নামও নির্ধারণ করা হয় ৷ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, এই জোটের নাম হতে চলেছে ইন্ডিয়া ৷ পুরো নাম - ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স ৷ পরে এ দিনের বৈঠকে উপস্থিত থাকা 26টি রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি ‘সামুহিক সংকল্প’ বা যৌথ বিবৃতি দেওয়া হয় ৷

সেখানে অভিযোগ করা হয়, "আমাদের গণতন্ত্রের চরিত্রকে বিজেপি পরিকল্পিতভাবে গুরুতরভাবে আঘাত করছে ৷ আমরা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছি । ভারতীয় সংবিধানের মূল স্তম্ভগুলি হল - ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, অর্থনৈতিক সার্বভৌমত্ব, সামাজিক ন্যায়বিচার ও ফেডারেলিজম ৷ এগুলিকে নষ্ট করা হচ্ছে ৷’’ সেই কারণে বিরোধীরা চাইছে দেশের মানুষের সামনে বিজেপির বিরুদ্ধে একটি বিকল্প রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক এজেন্ডা উপস্থাপন করতে ৷

প্রসঙ্গত, আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে হটাতে মরিয়া বিরোধীরা ৷ সেই কারণে তারা একজোট হওয়ার চেষ্টা করছে ৷ সেই চেষ্টার প্রথম পদক্ষেপ ছিল গত জুনে পটনার বৈঠক ৷ দ্বিতীয় বৈঠক মঙ্গলবার হল বেঙ্গালুরুতে ৷ এই বৈঠকের সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে এ দিন মল্লিকার্জুন খাড়গে জানান, পটনার বৈঠকে 16টি দল অংশ নিয়েছিল ৷ কিন্তু বেঙ্গালুরুতে অংশ নেয় 26টি রাজনৈতিক দল ৷

আরও পড়ুন:বিজেপির এনডিএ-র বিরুদ্ধে বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া, ঘোষণা খাড়গের

তাই আগামিদিনে যাতে জোটের প্রক্রিয়া সফলভাবে এগোয়, সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করেছেন খাড়গে ৷ তিনি জানিয়েছেন, 11 সদস্যের কো-অর্ডিনেশন কমিটি হবে ৷ মুম্বইয়ে পরবর্তী বৈঠকেই ওই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে ৷ নয়াদিল্লিতে জোটের কার্যালয় তৈরি করা হবে ৷ সেই কার্যালয় থেকে প্রচারের ব্যবস্থাপনার কাজ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details