মুম্বই, 8 এপ্রিল : বন্ধ হয়ে গেল মুম্বইয়ে 26টি করোনা টিকাকরণ কেন্দ্র ৷ মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির কথা ইতিমধ্যেই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রককে ৷ আপাতত কেন্দ্রের পাঠানো টিকার জন্য অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই বলে জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ নতুন টিকা না আসা পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া টিকাকরণ কেন্দ্রগুলি ফের চালু করা সম্ভব নয় ৷
প্রশাসন সূত্রে খবর, বন্ধ হয়ে যাওয়া 26টি টিকাকরণ কেন্দ্রের মধ্যে 23টিই নবি মুম্বইয়ের ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে কথা বলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, সংশ্লিষ্ট সেন্টারগুলিতে টিকাকরণের কাজ ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ৷ ফলে সাতারা, সাংলি, পানভেলের মতো জায়গাগুলিতে আপাতত করোনার টিকাকরণ বন্ধ ৷ পাশাপাশি পুণেতেও 100টির বেশি টিকাকরণ কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে একই কারণে ৷ এ নিয়ে টুইটও করেছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে ৷
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, তাঁদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্রের মোদি সরকার ৷ মহারাষ্ট্র দেশের জনবহুল রাজ্যগুলির মধ্যে অন্যতম ৷ এখানে এক সপ্তাহে 40 লাখ এবং এক মাসে 1 কোটি 60 লাখ টিকার ডোজ দরকার ৷ এই প্রসঙ্গ রাজেশ তোপে বলেন, ‘‘মহারাষ্ট্রের জনসংখ্যা গুজরাতের দ্বিগুণ ৷ অথচ গুজরাত এবং মহারাষ্ট্র, দুই রাজ্যকেই 1 কোটি করে কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে ৷’’
আরও পড়ুন :আইআইটি রুরকির 88 জন পড়ুয়া করোনা আক্রান্ত