পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হোম থেকে নিখোঁজ 26 নাবালিকা! ধর্মান্তকরণের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ কমিশনের - Girls Missing from home

Girls are Missing from Childrens Home: কোনও অনুমতি ছাড়াই চলছিল হোম ৷ সেখান থেকেই নিখোঁজ 26 জন নাবালিকা ৷ জোর করে ধর্মান্তকরণের কাজ চলছিল ওই হোমে, পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ৷ মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা ৷

Etv Bharat
হোম থেকে নিখোঁজ 26 নাবালিকা

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 8:55 AM IST

ভোপাল, 7 জানুয়ারি: হোম থেকে নিখোঁজ হয়ে গেল 26 জন নাবালিকা ৷ এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান এই মামলায় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছেন ৷ কারণ হোমটি অনুমতি ছাড়াই চালানোর অভিযোগ রয়েছে । জানা গিয়েছে, মধ্যপ্রদেশের পাশে গুজরাত, ঝাড়খণ্ড ও রাজস্থানের মতো বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার করে ভোপালে নিয়ে আসা হয় মেয়েদের ।

শিবরাজ সিং চৌহান তাঁর এক্স (টুইটার) পোস্টে লিখেছেন,"ভোপালের পারওয়ালিয়া থানা এলাকায় অনুমতি ছাড়াই পরিচালিত একটি আশ্রয়কেন্দ্র থেকে 26 জন মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা আমার নজরে এসেছে ৷ বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে আমি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি ৷ আশা করি, সরকার বিবেচনা করবে এবং অবিলম্বে ব্যবস্থা নেবে ৷"

জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ভোপাল শহরের কাছেই অবস্থিত আঁচল চিলড্রেন হোমটিতে আচমকা পরিদর্শন করার পরে বিষয়টি প্রকাশ্যে আসে ৷ এই ঘটনায় প্রিয়াঙ্ক জানিয়েছেন, পরিদর্শনের পর তিনি দেখেন এতে 68 জন মেয়ের এন্ট্রি ছিল ৷ কিন্তু তাদের মধ্যে 26 জন নিখোঁজ ছিল । নিখোঁজ নাবালিকাদের বিষয়ে হোমের পরিচালক অনিল ম্যাথিউকে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি । এ ঘটনায় পুলিশ একটি এফআইআর দায়ের করেছে ৷

তিনি আরও জানিয়েছেন যে, একজন ধর্মপ্রচারক কিছু শিশুকে রাস্তা থেকে উদ্ধার করেছিলেন ৷ তিনি কোনও লাইসেন্স ছাড়াই হোমটি চালাচ্ছিলেন । ওই বাড়িতে রেখে খ্রিস্টান ধর্ম পালন করানো হচ্ছিল । নিখোঁজ হওয়া 6 থেকে 18 বছর বয়সি মেয়েগুলি বেশিরভাগই হিন্দু । অনেক কষ্টের পর পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে । দুর্ভাগ্য এটাই যে, মধ্যপ্রদেশের মহিলা ও শিশু উন্নয়ন দফতরের আধিকারিকরা এই জাতীয় এনজিওগুলির কাছ থেকে চুক্তিতে চাইল্ড হেল্পলাইন চালাতে চান ৷

ABOUT THE AUTHOR

...view details