নয়াদিল্লি, 26 নভেম্বর: "সন্ত্রাসবাদ মানবতার জন্য বিপজ্জনক (Terrorism Threatens Humanity) ৷’’ 26/11 (26/11 Anniversary)-র মুম্বই হামলার 14 বছরে নিহতদের শ্রদ্ধা জানাত গিয়ে একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar) ৷ এদিন টুইটারে এ নিয়ে একটি পোস্ট করেন তিনি ৷ যেখানে তিনি উল্লেখ করেছেন, নৃশংস সেই হামলার শিকার হওয়া সকলকে ভারতের সঙ্গে সমগ্র বিশ্ব স্মরণ করছে ৷
শনিবার টুইটে তিনি আরও লেখেন, "সন্ত্রাসবাদ মানবতার জন্য বিপজ্জনক ৷ আজ ভারতের সঙ্গে সমগ্র বিশ্বের মানুষ 26/11-র হামলায় নিহতদের স্মরণ করছে ৷ যারা এই হামলা পরিকল্পনা এবং কার্যকর করেছিল, তাদের সবাইকে বিচাররে কাঠগড়ায় তুলতে হবে ৷ বিশ্বের সকল সন্ত্রাসবাদী হামলায় নিহতদের আমরা শ্রদ্ধা জানাই ৷" প্রসঙ্গত, 2008 সালের 26 নভেম্বর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই ৷