পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

26/11 Anniversary: ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য বিপজ্জনক’, 26/11-র 14 বছরে টুইট বিদেশমন্ত্রীর - মুম্বই হামলার 14 বছর

আজ মুম্বই হামলার (26/11 Anniversary) 14 বছর পূরণ হল ৷ এদিনটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ জানালেন, সন্ত্রাসবাদ মানবতার জন্য বিপজ্জনক (Terrorism Threatens Humanity) ৷

26/11 Anniversary Terrorism Threatens Humanity says EAM S Jaishankar
26/11 Anniversary Terrorism Threatens Humanity says EAM S Jaishankar

By

Published : Nov 26, 2022, 12:38 PM IST

নয়াদিল্লি, 26 নভেম্বর: "সন্ত্রাসবাদ মানবতার জন্য বিপজ্জনক (Terrorism Threatens Humanity) ৷’’ 26/11 (26/11 Anniversary)-র মুম্বই হামলার 14 বছরে নিহতদের শ্রদ্ধা জানাত গিয়ে একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar) ৷ এদিন টুইটারে এ নিয়ে একটি পোস্ট করেন তিনি ৷ যেখানে তিনি উল্লেখ করেছেন, নৃশংস সেই হামলার শিকার হওয়া সকলকে ভারতের সঙ্গে সমগ্র বিশ্ব স্মরণ করছে ৷

শনিবার টুইটে তিনি আরও লেখেন, "সন্ত্রাসবাদ মানবতার জন্য বিপজ্জনক ৷ আজ ভারতের সঙ্গে সমগ্র বিশ্বের মানুষ 26/11-র হামলায় নিহতদের স্মরণ করছে ৷ যারা এই হামলা পরিকল্পনা এবং কার্যকর করেছিল, তাদের সবাইকে বিচাররে কাঠগড়ায় তুলতে হবে ৷ বিশ্বের সকল সন্ত্রাসবাদী হামলায় নিহতদের আমরা শ্রদ্ধা জানাই ৷" প্রসঙ্গত, 2008 সালের 26 নভেম্বর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই ৷

আরও পড়ুন:মুম্বই হামলায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন গুতেরেসের

সমুদ্রপথে 13 জন সন্ত্রাসবাদী ভারতে প্রবেশ করে ৷ বিভিন্ন দলে ভাগ হয়ে, সিএসটি স্টেশন, নরিম্যান পয়েন্ট, ওবেরয়, তাজ, লিওপোল্ড ক্যাফে, এমনকি সরকারি হাসপাতাল-সহ 12টি জায়গায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা ৷ দীর্ঘ 2 দিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা আজও বহু মানুষের মনে আতঙ্ক তৈরি করে ৷ সেই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 14 বছরে বিদেশমন্ত্রকের তরফে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে ৷ যে ঘটনায় 174 জনের মৃত্যু হয়েছিল ৷ যাঁদের মধ্যে 26 জন বিদেশি ছিলেন ৷ তিনশোর বেশি মানুষ আহত হয়েছিলেন ৷ পাকিস্তানের লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের তরফে মুম্বই শহরের 12টি জায়গায় এই হামলা চালানো হয়েছিল ৷ যে সন্ত্রাসের চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে মুম্বই শহর ৷

ABOUT THE AUTHOR

...view details