পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 15, 2022, 2:32 PM IST

ETV Bharat / bharat

CEC Rajiv Kumar : দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার

আজ দেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন রাজীব কুমার ৷ এর আগে তিনি নির্বাচন কমিশনার ছিলেন ৷ 14 মে সুশীল চন্দ্রার মেয়াদ শেষ হয় (CEC Rajiv Kumar) ৷

Rajiv Kumar Chief Election Commissioner
রাজীব কুমার

নয়াদিল্লি, 15 মে :দেশের প্রধান নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার ৷ আজ দিল্লির নির্বাচন সদনে 25তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কার্যভার গ্রহণ করলেন তিনি ৷ শনিবার 14 মে পর্যন্ত এই পদে ছিলেন সুশীল চন্দ্রা ৷ তবে বৃহস্পতিবারই রাজীব এই পদে আসীন হন (25th Chief Election Commissioner of India Rajiv Kumar takes charge today) ৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, 12 মে প্রকাশিত গেজেট নোটিফিকেশন অনুসারে আইনমন্ত্রকের সম্মতিতে রাজীব কুমার আজ থেকে দেশের প্রধান নির্বাচন কমিশনার হলেন ৷

এর আগে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, "রাষ্ট্রপতি শ্রী রাজীব কুমারকে সর্বোচ্চ নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করে আনন্দিত বোধ করছেন ৷ আগামী 15 মে, 2022 শ্রী রাজীব কুমার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাঁর দায়িত্বভার নেবেন ৷ 14 মে, 2022 সুশীল চন্দ্রা তাঁর প্রধান নির্বাচন কমিশনারের পদ ও অফিস ছেড়ে দিচ্ছেন ৷"

আজও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, দেশের আইন মন্ত্রকের সম্মতিতে ভারতের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে আজ, 15 মে থেকে দায়িত্ব নিচ্ছেন রাজীব কুমার৷ তিনি 25তম প্রধান নির্বাচন কমিশনার ৷

আরও পড়ুন : Assembly Election Result 2022 : ইভিএম কারচুপির প্রশ্নই ওঠে না, সপা’র অভিযোগ খারিজ করে জানাল কমিশন

1 সেপ্টেম্বর, 2020 থেকে তিনি ভারতের নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ৷ তাঁর সময়কালে 2020-তে বিহারে বিধানসভা নির্বাচন হয় ৷ 2021-এর মার্চ-এপ্রিলে কোভিড পরিস্থিতিতে অসম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে ৷ 2022-এ প্রথম দিকে গোয়া, মণিপুর, পঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশে নির্বাচন হয়েছে ৷ তিনি দক্ষতার সঙ্গে এই সব নির্বাচন সম্পন্ন করেছেন, জানানো হয়েছে গেজেট নোটিফিকেশনে ৷

দেশের প্রধান নির্বাচন কমিশনার হয়ে রাজীব বলেন, "নির্বাচন কমিশন সময় অনুযায়ী পরীক্ষামূলক এবং গণতান্ত্রিক পদ্ধতি মেনে কাজ করবে ৷ নির্বাচন কমিশন কোনও কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা বোধ করবে না ৷"

1960 সালে জন্মগ্রহণ করেন রাজীব কুমার ৷ 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ ৷ তিনি রাষ্ট্রপতি নির্বাচন এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন ৷ এছাড়া বহুচর্চিত 2024-এর লোকসভা নির্বাচন এবং একাধিক বিধানসভা নির্বাচনের দায়িত্বও তাঁর ঘাড়ে ৷

আরও পড়ুন : আগে থেকে যদি কিছু ঠিক করা থাকত, তাহলে আমরা এখানে আসতাম না, সুশীল চন্দ্রা

ABOUT THE AUTHOR

...view details