সিহোর (মধ্য়প্রদেশ), 26 মার্চ: প্রতারণার মামলা-সহ আরও একাধিক মামলায় আসামিদের 250 বছরের কারাদণ্ডের আদেশ দিল আদালত ৷ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিচারক সঞ্জয় কুমার শাহী বিশেষ আদালতে সাই প্রসাদ কোম্পানির চেয়ারম্যান বালাসাহেব ভাপকার এবং সেই সঙ্গে কোম্পানির সিহোর শাখার কর্মচারী গঙ্গাধর বার্মা, লখনলাল বার্মা, জিতেন্দ্রী কুমার, রাজেশের বাবা ভাগবত পারমারকে দোষী সাব্যস্ত করে (imprisonment to Sai Prasad Company Chairman in Sehore) ৷
2009 সালের 17 নভেম্বর থেকে 2016 সালের 13 মার্চ- এই সময়কালের মধ্যে অভিযুক্ত দীপ সিং বার্মা, রাজেশ ওরফে চেতনারায়ণ পারমার, লখনলাল বার্মা, জিতেন্দ্র কুমার বার্মা এবং বালাসাহেব ভাপকর একটি চক্রান্ত করে ৷ সিহোর জেলার আশপাশের গ্রামে তারা নিজেদের সাই প্রসাদ প্রপার্টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, ডায়রেক্টর, সিএমডি, এজেন্ট হিসেবে পরিচয় দেয় ৷ গ্রামবাসীদের লোভ দেখায়, 5 বছরে সাই প্রসাদ কোম্পানি টাকা দ্বিগুণ করে দেবে ৷ এই ভুয়ো আশ্বাস দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা জমা নেয় ৷ বিনিয়োগকারীদের দেওয়া পলিসির মেয়াদ শেষ হওয়ার পরে বিনিয়োগকারীরা সাই প্রসাদ কোম্পানির সিহোর শাখা কার্যালয়ে যোগাযোগ করে ৷ কিন্তু দেখা যায়, কোম্পানির অফিসটি তালাবদ্ধ ৷