পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

25 কেজি সোনা-সহ গ্রেফতার তিন পাচারকারী - গৌহাটি

বিদেশি সোনা পাচার করতে গিয়ে ধৃত তিন ৷ উদ্ধার 25 কেজি সোনা ৷ যার বাজারদর 11 কোটি 63 লাখ টাকা ৷ গোপন সূত্রে পাওয়া খবরে সাফল্য ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের ৷ সূত্রের খবর, গৌহাটিতে ওই সোনা হাতে পায় ধৃতরা ৷ তা হায়দরাবাদে পাচারের বরাত দেওয়া হয় ৷ তার আগে পানঠাঙ্গি টোল প্লাজায় বমাল ধরা পড়ে যায় পাচারকারীরা ৷

DRI SEIZED 25 KGS OF GOLD WORTH IS 11.63 CRORES
25 কেজি সোনা-সহ গ্রেফতার তিন পাচারকারী

By

Published : Mar 24, 2021, 7:40 PM IST

হায়দরাবাদ, 24 মার্চ : বিদেশ থেকে পাচার হয়ে আসা 25 কেজি সোনা উদ্ধার করল ডিআরআই (ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স) ৷ যার বাজারদর 11 কোটি 63 লাখ টাকা ৷ সূত্রের খবর, গৌহাটি থেকে ওই সোনা সড়ক পথেই হায়দরাবাদ নিয়ে আসা হচ্ছিল ৷

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িতে ওই সোনা পাচার করছিল তিন পাচারকারী ৷ তাদের তিনজনকেই গ্রেফতার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্য়বহৃত ওই চারচাকা গাড়িটিও ৷ পরে আদালত ধৃত তিনজনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ৷

আরও পড়ুন :মলদ্বারে সোনা পাচার, ধৃত 9

হায়দরাবাদের ডিআরআই আধিকারিকদের কাছে সোনা পাচারের খবর আগেই পৌঁছে যায় ৷ তার ভিত্তিতেই নজরদারি বাড়িয়ে দেয় তারা ৷ নজরদারি বাড়ানো হয় বিজয়ওয়াড়া-হায়দরাবাদ হাইওয়েতে ৷ মঙ্গলবার পানঠাঙ্গি টোল প্লাজার কাছে চারচাকা একটি গাড়ি দেখে সন্দেহ হয় সেখানে মোতায়েন পুলিশ ও নিরাপত্তারক্ষীদের ৷ শুরু হয় তল্লাশি ৷ গাড়ির ড্য়াশবোর্ড থেকে এয়ার-ব্য়াগ সরাতেই বেরিয়ে পড়ে সোনা ৷

জানা গিয়েছে, অসমের নাম্বার প্লেট লাগানো ওই গাড়িটি গৌহাটি থেকেই সোনা নিয়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয় ৷ পেরোয় আড়াই হাজার কিলোমিটারেরও বেশি পথ ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গৌহাটিতেই বিদেশি ওই সোনা হাতে পায় ধৃতরা ৷

ABOUT THE AUTHOR

...view details