অমরাবতী, 6 ফেব্রুয়ারি : ইতিমধ্যেই 15টি দেশে কোরোনার টিকা পাঠিয়েছে ভারত৷ অপেক্ষায় রয়েছে আরও 25টি দেশ৷ শনিবার একথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর৷ তিনি জানান, এ ক্ষেত্রে প্রাপক রাষ্ট্রগুলিকে বেশ কয়েকটি স্তরে ভাগ করেছে ভারত৷ যেমন, দরিদ্র রাষ্ট্র, আর্থিকভাবে সংবেদনশীল দেশ ইত্যাদি৷ এছাড়া, অন্যদের তালিকায় এমন দেশও আছে, যারা সরাসরি টিকা প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে কথা বলছে৷
এদিন একটি সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ‘‘যতদূর আমার জানা আছে, এখনও পর্যন্ত প্রায় 15টি দেশকে আমরা টিকা পাঠিয়েছি৷ বিভিন্ন স্তরে আরও 25টি দেশ আমাদের কাছ থেকে টিকা পাওয়ার অপেক্ষায় রয়েছে৷ এক্ষেত্রে বিশ্ব মানচিত্রে গুরুত্ব বেড়েছে ভারতের৷’’