পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lightning strikes : ঘন ঘন বজ্রপাত, শনিবার একদিনে রাজ্যে প্রাণ খোয়ালেন 4 জন, আহত 7

একে তো ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতিতে শোচনীয় অবস্থায় হয়ে রয়েছে ৷ তার মধ্যে শনিবার ঘন ঘন বজ্রপাতে রাজ্যে প্রাণ হারালেন 4 জন ৷ এমনকি প্রতিবেশী বিহার, ঝাড়খণ্ড ও ওডিশাতেও একই ভাবে প্রাণ খুইয়েছেন অনেকে ৷ সব মিলিয়ে শুধুমাত্র শনিবারের বজ্রপাতে মোট 24 জন মারা গিয়েছেন ৷

বজ্রপাতে মৃত্যু
বজ্রপাতে মৃত্যু

By

Published : Aug 8, 2021, 10:06 AM IST

কলকাতা, 8 অগস্ট : বিগত কয়েকদিনের ভারী বৃষ্টি, ডিভিসির জল ছাড়া, সব মিলিয়ে রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ৷ এর সঙ্গে দোসর বজ্রপাত ৷ শনিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে 4 জন মারা গিয়েছেন, 7 জন আহত হয়েছেন ৷

প্রশাসনের এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 2 জন যুবক, পূর্ব বর্ধমানে 1 জন মহিলা-সহ আরেক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বজ্রপাতে ৷ নন্দীগ্রামে মৃত 2 যুবকের বয়স 20 থেকে 30-এর মধ্যে ৷ অন্যদিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে 7 জন আহত হয়েছেন পূর্ব বর্ধমানে ৷

বন্যায় ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা ৷ ওই আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে ৷ শনিবার সকালে কমলেও ফের বিকেল থেকে ভারী বৃষ্টি শুরু হয় ৷ এই বন্যায় অন্ততপক্ষে 23 জন মারা গিয়েছেন আর কয়েক লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন ৷

শুধু পশ্চিমবঙ্গ নয়, শনিবার বজ্রপাতে বিহারের (Bihar) বাঁকা (Banka) জেলায় 7 জন মারা গিয়েছেন, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে ৷

আরও পড়ুন : Weather Forecast : দক্ষিণে আজও আকাশ মেঘলা, মঙ্গল থেকে ভাসবে উত্তরও

প্রতিবেশী ওডিশার তিনটি জেলা, ময়ূরভঞ্জ (Mayurbhanj), ভদ্রক (Bhadrak) আর বালেশ্বরে (Balasore) মাঠে চাষের কাজ করার সময় 3 জন মহিলা-সহ 5 জন মারা গিয়েছেন, আরও 5 জন আহত হয়েছেন ৷ আহতদের চিকিৎসা চলছে ৷ অন্যদিকে বালেশ্বরের (Balasore) কাসবাজয়পুর গ্রামের (Kasabajaypur village) মাঠে একটি ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে তড়িদাহত (electrocuted) হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি ৷

ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগ (Hazaribagh) ও পালামৌ (Palamu) জেলায় 3 জন মহিলা ও 2 জন মেয়ে-সহ মোট 8 জন বজ্রাঘাতে মারা গিয়েছেন, জানিয়েছেন এক আধিকারিক ৷ একটি 14 বছর বয়সী ছেলে মাঠ থেকে ঘরে ফিরছিল, সেই সময় আচমকা বজ্রপাতে মারা যায় সে ৷ হাজারিবাগে 6 জন, পালামৌতে 2 জন মারা গিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details