পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকের হাসপাতালে 24 ঘণ্টায় মৃত 24 কোভিড রোগী

এখনও চলছে অক্সিজেনের অভাব ৷ কর্নাটকের চামারাজানগরে গত 24 ঘণ্টায় 24 জন রোগী মারা গেলেন অক্সিজেন-সহ অন্যান্য সমস্যায় ৷

By

Published : May 3, 2021, 11:24 AM IST

Updated : May 3, 2021, 2:12 PM IST

অক্সিজেনের অভাবে মৃত 24 রোগী
অক্সিজেনের অভাবে মৃত 24 রোগী

চামারাজানগর (কর্নাটক), 3 মে : গত 24 ঘণ্টায় অক্সিজেনের অভাব ও অন্যান্য সমস্যার কারণে 24 জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে কর্নাটকের চামারাজানগরের একটি কোভিড হাসপাতালে ৷ হাসপাতাল সূত্র অনুযায়ী 12 জন রোগী মারা গিয়েছেন অক্সিজেনের অভাবে ৷

হাসপাতালের আইসিইউ বিভাগে থাকা পঞ্চাশেরও বেশি রোগী অক্সিজেনের অভাবে ধুঁকছে ৷ এই ঘটনার কথা জানার পর মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ভর্ৎসনা করেন চামারাজানগরের ডিসি রবিকে ৷

আরও পড়ুন: কিছুটা কমল করোনার সংক্রমণ; একদিনে আক্রান্ত 3.68 লাখ, মৃত 3417

অনেক রাতে সাংসদ প্রতাপ সিনহা একটি ফেসবুক পোস্টে জানান, "আমি চামারাজানগরের ডিসি, এডিসি আর মাইসোরে অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকা ইনচার্জের সঙ্গে কথা বলেছি ৷ হাসাপাতালে 50 টি অক্সিজেন সিলিন্ডার পাঠানো হবে ৷"

শনিবারে চার জন কোভিড রোগী অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন কালাবুর্গির কেবিএন হাসপাতালে ৷ তার পরই দু'দিনেরও কম সময়ের ব্যবধানে আবারও মৃত্যু, সেই অক্সিজেনের অভাবে ৷

অক্সিজেনের অভাবে কর্নাটকের চামারাজানগরে মৃত 24 জন কোভিড রোগী
Last Updated : May 3, 2021, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details