দান্তেওয়াডা, 27 ফেব্রুয়ারি : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় পুলিশের কাছে আত্মসমর্পণ করল 24 জন মাওবাদী ৷ এদের মধ্যে অর্ধেক মহিলা ৷ স্বাভাবিক জীবনে ফেরার তাগিদেই আত্মসমর্পণ করেছে মাওবাদীরা ৷ জুন মাসে লকডাউনের সময়েই দান্তেওয়াড়া পুলিশ ‘লন ভারাতু’ নামে একটি ক্য়াম্পেন চালায় ৷ লন ভারাতু মানে নিজের গ্রামে ফিরে যাওয়া ৷ এর মাধ্যমে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের ব্য়বস্থা করা হয় ৷ সেই ক্য়াম্পেনে সাড়া দিয়ে বহু মাওবাদী আত্মসমর্পণ করে ৷ আজ আবারও মাওবাদীরা অস্ত্র ত্যাগ করে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে এল ৷ আত্মসমর্পণকারী মাওবাদীরা দক্ষিণ বস্তার অঞ্চলে সক্রিয় ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ মঙ্গলবার দেশের সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠান শুরুর আগে দান্তেওয়াড়ারার পুলিশ সুপার অভিষেক পল্লভ এই কথা জানান ৷ আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে তিনজন কট্টর মাওবাদী বলে পরিচিত ৷ এদের ধরার জন্য পুলিশ 1 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল ৷ সাধারণতন্ত্র দিবসের আগে মাওবাদীদের এই আত্মসমর্পণকে বিরাট সাফল্য় বলে মনে করছে ছত্তিশগড় পুলিশ ৷
পুলিশের কাছে মাওবাদীদের এই দলটি জানিয়েছে, পুলিশের পক্ষে ঘোষণা করা পুনর্বাসন প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট ৷ পাশাপাশি মাওবাদী নীতি ও তাদের প্রতিশ্রুতিতে নিরাশ হয়েই তাদের আত্মসমর্পণের বলেই পুলিশকে জানিয়েছে এই মাওবাদী দলটি ৷ ছত্তিশগড় সরকার অতি বামপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে তা সাফল্য পাচ্ছে বলেই মনে করছেন এখানকার পুলিশ আধিকারিকরা ৷