নয়াদিল্লি, 14 অগস্ট : 75তম স্বাধীনতা দিবসে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (Indo-Tibetan Border Police) বা আইটিবিপি-র 23 জন জওয়ানকে সাহসিকতার জন্য পুলিশ মেডেল দেওয়া হতে চলেছে ৷ এঁদের 20 জন গত বছরের মে-জুন মাসে পূর্ব লাদাখে মোতায়েন ছিলেন ৷ সেখানে নিজের দায়িত্ব পালনে সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য তাঁদের এই মেডেল দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷
সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করার জন্য এই প্রথম এতজন আইটিবিপি (ITBP) জওয়ান একসঙ্গে সাহসিকতার পুরস্কার পেতে চলেছেন ৷ গত বছর 15 জুন গালওয়ানে (Galwan Valley) সাহসিকতা, নির্ভুল পরিকল্পনা এবং কৌশলগত অবস্থান নিয়ে দেশকে রক্ষা করায় আটজনকে পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি (PMG) বা সাহসিকতার জন্য পুলিশ মেডেল দেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন :Mahatma Gandhi : মার্কিন কংগ্রেসে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান গান্ধিজীকে দেওয়ার প্রস্তাব
পূর্ব লাদাখে (Eastern Ladakh) ফিঙ্গার ফোর এলাকায় 2020 সালের 18 মে চিনের (China) সেনার সঙ্গে মুখোমুখি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে যায় ভারতীয় সেনার (Indian Army) ৷ সেই সময় ঘটনাস্থলের দায়িত্বে ছিলেন আইটিবিপি জওয়ানরা ৷ তাঁদের সেই সাহসিকতার জন্য ছ’জনকে পুলিশ মেডেল দেওয়া হচ্ছে ৷ ওই একই দিনে লাদাখের হট স্প্রিংয়ে চিনা সেনার সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ সেই সময় ঘটনাস্থলে থাকা ছ’জন আইটিবিপি জওয়ানকে পুলিশ মেডেল দেওয়া হচ্ছে ৷
বাকি যে তিন আইটিবিপি জওয়ান পুলিশ মেডেল পেতে চলেছেন তাঁরা মাওবাদী অধ্যুষিত ছত্তীশগড়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন ৷
আরও পড়ুন :Narendra Modi : 14 অগস্ট পালিত হবে 'দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস', ঘোষণা মোদির
যে 23 জন পুলিশ মেডেল পাচ্ছেন, তাঁরা হলেন - রিঙ্কু থাপা (সেকেন্ড ইন কমান্ড), শরৎকুমার ত্রিপাঠি (ডেপুটি কমান্ড্যান্ট), অরবিন্দ কুমার মাহাতো (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট), নিতিন কুমার (ইনস্পেক্টর), পাটিল শচীন মোহন (সাব ইনস্পেক্টর), মণীশ কুমার (হেড কনস্টেবল), কাপ্পাস্যামি এম (কনস্টেবল), অক্ষয় আহুজা (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট), ধর্মেন্দ্রকুমার বিশ্বকর্মা (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট), রবীন্দ্র মহারানা (ইনস্পেক্টর), শিবশঙ্কর তিওয়ারি (হেড কনস্টেবল), মণীশ কুমার (হেড কনস্টেবল), স্ট্যানজিন থিনলেস (কনস্টেবল), বিনোদকুমার শর্মা (কনস্টেবল), কিশোর সিং বিস্ত (কমান্ড্যান্ট), পঙ্কজ শ্রীবাস্তব (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট), ঘনশ্যাম সাহু (ইনস্পেক্টর), আশরাফ আলি (কনস্টেবল), মহম্মদ শফকত মির (কনস্টেবল), রিগজিন দাওয়া (কনস্টেবল), রবীন্দর সিং পুনিয়া (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট), কুলদীপ সিং (ইনস্পেক্টর) এবং এস মুথু রাজা৷ এঁদের রিগজিন দাওয়া 2018 সালের জুলাই মাসে যে মাওবাদী দমন অভিযান হয়, তাতে অংশগ্রহণ করেছিলেন ৷