গুয়াহাটি, 26 জানুয়ারি:অসম প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ করেছে রাজ্য় সরকার৷ সাধারণতন্ত্র দিবসে রাজ্য়বাসীকে এই বার্তাই দিতে চাইলেন রাজ্য়পাল জগদীশ মুখী৷ মঙ্গলবার তিনি বলেন, দুর্নীতির অভিযোগে 2016 সাল থেকে এখনও পর্যন্ত 229 জন সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে৷
এদিন 72তম সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে ভাষণ দেন মুখী৷ গুয়াহাটির খানাপাড়ায় কলেজ অফ ভেটেনারি সায়েন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেখানেই দুর্নীতিদমন নিয়ে এই মন্তব্য় করেন মুখী৷ তাঁর দাবি, রাজ্য়ে অসাধু ও বেআইনি কার্য়কলাপ বন্ধ করতে সিন্ডিকেটরাজ খতম করা হচ্ছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কড়া পদক্ষেপ করছে রাজ্য়ের বিজেপি সরকার৷ এর পাশাপাশি, আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতেও পদক্ষেপ করা হচ্ছে৷ অধিকাংশ কাজই করা হচ্ছে ডিজিটাল মাধ্য়মে৷