পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

DSP ki Pathsala : ডিএসপি কী পাঠশালা ! পাবলিক সার্ভিস কমিশনে উত্তীর্ণ 22 জন ছাত্র

ঝাড়খণ্ডের ডিএসপি বিকাশ চন্দ্র শ্রীবাস্তব ৷ তাঁর কাছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 22 জন ছাত্র (DSP Vikash Chandra conducts free online coaching classes) ৷

Vikash Chandra
জেপিএসিতে উত্তীর্ণ 22 জন ছাত্র

By

Published : Jun 1, 2022, 10:10 PM IST

রাঁচি, 1 জুন : বিহারের আনন্দ কুমার দেখিয়েছিলেন কী করে অসাধ্যসাধন করতে হয় ৷ 30 জন ছাত্রছাত্রীকে আইআইটি ‘পাইয়েছিলেন’ বিহারীবাবু ৷ এবার ঠিক একই ছবি আঁকলেন ঝাড়খণ্ডের ডিএসপি বিকাশ চন্দ্র শ্রীবাস্তব ৷ জেপিএসসি (Jharkhand Public Service Commission) সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাঁর 22 জন ছাত্র ৷

বিকাশ চন্দ্র শ্রীবাস্তব ডিএসপির দায়িত্ব সামলানোর পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের বিনামূল্যে পড়ানও ৷ বর্তমানে রাঁচির ইনভেস্টিগেশন ট্রেনিং স্কুলে এসডিপিও হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ।

দেওঘরে বসবাসকালে তিনি আম্বেদকর গ্রন্থাগারকে শিক্ষার প্রধান কেন্দ্রে পরিণত করেছিলেন । রাঁচিতে বদলি হওয়ার পর অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসও নিচ্ছেন । বিকাশ চন্দ্র শ্রীবাস্তব ইউপিএসসি, জেপিএসসি, ব্যাঙ্ক-সহ অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনলাইনে প্রস্তুতি দেন । যেখানে ঝাড়খণ্ড-সহ বহু রাজ্যের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ।

আরও পড়ুন : আনন্দ মিটস আনন্দ, গুরুপূর্ণিমায় গণিতজ্ঞকে শ্রদ্ধা হৃতিকের

‘ডিএসপি কী পাঠশালা’ নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে ৷ যার গ্রাহক সংখ্যা 17,000 । সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দূরদূরান্তের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য প্রস্তুত করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details