আগ্রা, 8 জুন : হাসপাতালে অক্সিজেন থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে অক্সিজেন খুলে দেওয়া হল ৷ বেঘোরে প্রাণ হারালেন 22 জন কোভিড রোগী ৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় এমনই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ ঘটনাস্থল যোগীরাজ্য ৷ আগ্রার শ্রী পরস হাসপাতালে গত 26 এপ্রিল এই ঘটনা ঘটে বলে ভিডিয়োয় দাবি করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার ৷
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পর সবচেয়ে বেশি করে প্রকট হয়েছে অক্সিজেনের সংকট ৷ বহু ক্ষেত্রে অক্সিজেনের অভাবে প্রিয়জনদের হারাতে হয়েছে অনেককে ৷ জীবনদায়ী অক্সিজেনের জন্য হাসপাতালগুলিতে দেখা গিয়েছে হাহাকার ৷ সেই অক্সিজেনই ইচ্ছেকৃতভাবে খুলে দিয়ে পাঁচ মিনিটে 22 জন কোভিড রোগীকে একপ্রকার খুন করা হল আগ্রার ওই হাসপাতালে ৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় সেরকমই দাবি করা হয়েছে ৷ কাউকে কিছু না-জানিয়ে চুপিসারে অক্সিজেনের ভুয়ো মহড়া (Oxygen Mock Drill) চালানো হয় ৷ অক্সিজেনের সংকটের সময়ে কোন কোভিড রোগী অক্সিজেন ছাড়া থাকতে পারবেন, আর কারা পারবেন না, তা বুঝে নিতে রোগীদের অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ যার ফল হয়েছে ভয়াবহ ৷ 5 মিনিটের মধ্যে মৃত্যু হয় 22 জন রোগীর ৷ মুহূর্তে নীল হয়ে যায় দেহগুলি ৷
আরও পড়ুন:21 জুন থেকে সাবালক সবাইকে ফ্রি-তে করোনা টিকা দেবে কেন্দ্র: মোদি
এই নিয়ে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখার পর তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন ৷ ভিডিয়োয় অক্সিজেন সংকট নিয়ে কথোপকথন দেখা গিয়েছে ৷ এটি যে হাসপাতালের ঘটনা, সেখানকার ম্যানেজারের সামনে বসে কথা বলতে শোনা গিয়েছে এক ব্যক্তিকে ৷ হাসপাতালের ম্যানেজার তথা মালিক অরিঞ্জয় জৈনকে বলতে শোনা গিয়েছে, "মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছিলেন আর অক্সিজেন পাওয়া যাবে না ৷ মোদি নগরে একেবারেই অক্সিজেন ছিল না ৷ আমরা পরিবারগুলিকে বোঝাতে শুরু করি ৷ কয়েকজন কথা শোনেন ৷ তবে অনেকেই হাসপাতাল ছাড়তে রাজি হননি ৷ তখন ভাবি, একটা ভুয়ো মহড়া করা যাক ৷ তাহলে আমরা বুঝতে পারব, অক্সিজেন ছাড়া কারা বাঁচবেন আর কারা বাঁচবেন না ৷ সকাল সাতটায় এই ভুয়ো মহড়া চালানো হয় ৷ এ ব্যাপারে কেউ জানত না ৷ 5 মিনিটের মধ্যে 22 জন রোগী মারা যান ৷ 5 মিনিটের মধ্যেই দেহগুলি নীল হয়ে যায় ৷"
আরও পড়ুন:টিকা নষ্ট করলে মিলবে কম ডোজ, রাজ্যগুলিকে হুঁশিয়ারি কেন্দ্রের
এই ভিডিয়োটি 28 এপ্রিলের বলে জানা গিয়েছে ৷ সেই সময়ে ওই হাসপাতালে 96 জন কোভিড রোগী ভর্তি ছিলেন ৷ ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয়েছে, 96 জনের মধ্যে 74 জন বেঁচেছিলেন ৷ জৈনের চারটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিয়োগুলিতেই এই সব কথা বলতে শোনা গিয়েছে হাসপাতালের মালিককে ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, এই ভিডিয়োর কোনও সত্যতা নেই ৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
জেলাশাসক প্রভু নারায়ণ সিং এ ব্যাপারে বলেছেন, ভিডিয়োটির বিষয়ে তদন্ত করা হবে ৷ সরকারি হিসেব অনুযায়ী, 26 এপ্রিল পরস হাসপাতালে 4 জন রোগীর মৃত্যু হয়েছে ৷ তিনি বলেছেন, "26 ও 27 এপ্রিল অক্সিজেনের সংকট দেখা দিয়েছিল ৷ তবে সারারাত ধরে স্বাস্থ্য দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে অক্সিজেন সরবরাহ করেছে প্রশাসন ৷ 26 এপ্রিল শ্রী পরস হাসপাতালে 97 জন কোভিড রোগী ভর্তি হন ৷ তাঁদের মধ্যে 4 জনের মৃত্যু হয় ৷ কাজেই ভাইরাল হওয়া ভিডিয়ো সত্যি নাও হতে পারে ৷ তবুও তদন্ত করা হচ্ছে ৷"