আম্বাজোগাই (মহারাষ্ট্র), 27 এপ্রিল : একটি অ্যাম্বুলেন্সে করোনায় মৃত 22 জনের দেহ ৷ এমনই দৃশ্য দেখা গেল মহারাষ্ট্রের বীর জেলার আম্বাজোগাইতে ৷ রবিবারের ঘটনায় দেহগুলি সৎকারের জন্য শশ্মানে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির আসল চিত্রটা এভাবেই প্রকাশ্যে এল ৷ জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে ওই জেলায় স্বাস্থ্য পরিষেবায় ব্যবহারের জন্য যানবাহন কম পড়ছে ৷
রবিবার মহারাষ্ট্রের বীর জেলার স্বামী রামানন্দ তীর্থ গ্রামীণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিহত 22 জন করোনা রোগীর দেহ ওই একটি অ্যাম্বুলেন্সে করে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এনিয়ে ওই মেডিক্য়াল কলেজের ডিন ডক্টর শিবাজী সুরকে ইটিভি ভারতকে বলেন, ‘‘হাসপাতালে মাত্র দু’টি অ্য়াম্বুলেন্স রয়েছে ৷ তাই জরুরি অবস্থায় হয়তো দেহগুলিকে ওইভাবে নিয়ে যেতে হয়েছে ৷ ’’