পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শেষ যাত্রায় মহারাষ্ট্রে একটি অ্য়াম্বুলেন্সে 22 করোনা রোগীর দেহ - আম্বাজোগাই

একই অ্যাম্বুলেন্সের মধ্যে একসঙ্গে 22টি করোনা রোগীর দেহ ৷ মহারাষ্ট্রের বীর জেলার সরকারি মেডিক্যাল কলেজের ঘটনায় চক্ষু চড়কগাছ ৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মাত্র 2টি অ্যাম্বুলেন্স দিয়ে এই মহামারি পরিস্থিতি সামাল দিচ্ছে তারা ৷

22-bodies-of-covid-victims-being-stuffed-into-an-ambulance-and-taken-for-cremation-in-maharshtra
মহারাষ্ট্রে একটি অ্য়াম্বুলেন্সে চাপিয়ে সৎকারের পথে 22 করোনা রোগীর দেহ

By

Published : Apr 27, 2021, 6:29 PM IST

আম্বাজোগাই (মহারাষ্ট্র), 27 এপ্রিল : একটি অ্যাম্বুলেন্সে করোনায় মৃত 22 জনের দেহ ৷ এমনই দৃশ্য দেখা গেল মহারাষ্ট্রের বীর জেলার আম্বাজোগাইতে ৷ রবিবারের ঘটনায় দেহগুলি সৎকারের জন্য শশ্মানে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির আসল চিত্রটা এভাবেই প্রকাশ্যে এল ৷ জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে ওই জেলায় স্বাস্থ্য পরিষেবায় ব্যবহারের জন্য যানবাহন কম পড়ছে ৷

রবিবার মহারাষ্ট্রের বীর জেলার স্বামী রামানন্দ তীর্থ গ্রামীণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিহত 22 জন করোনা রোগীর দেহ ওই একটি অ্যাম্বুলেন্সে করে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এনিয়ে ওই মেডিক্য়াল কলেজের ডিন ডক্টর শিবাজী সুরকে ইটিভি ভারতকে বলেন, ‘‘হাসপাতালে মাত্র দু’টি অ্য়াম্বুলেন্স রয়েছে ৷ তাই জরুরি অবস্থায় হয়তো দেহগুলিকে ওইভাবে নিয়ে যেতে হয়েছে ৷ ’’

আরও পড়ুন : ভাঙড়ে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে অ্যাম্বুল্যান্সেই মৃত্যু করোনা রোগীর, গাফিলতির অভিযোগ

তিনি জানিয়েছেন, করোনার প্রথম সংক্রমণের সময় ওই হাসপাতালে মোট 5টি অ্যাম্বুলেন্স ছিল ৷ পরবর্তী সময়ে 3টি অ্যাম্বুলেন্স তুলে নেওয়া হয় ৷ তখন থেকে দু’টি অ্য়াম্বুলেন্সে করেই করোনা পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে ৷ গত 17 মার্চ জেলা প্রশাসনকে অ্যাম্বুলেন্স চেয়ে ফোন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details