পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : 24 ঘণ্টায় দেশে 90 শতাংশ বাড়ল সংক্রমণ, মৃত্যু একলাফে 214

সোমবার প্রকাশিত বুলেটিনে গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনায় 517 জন আক্রান্ত হয়েছেন, যা রবিবারের তুলনায় 12 শতাংশ বেশি (Delhi reported new 517 COVID cases in last 24 hours) ৷ সুস্থতার হার 5.33 শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে 4.21 শতাংশে ৷

Corona Update in India
24 ঘণ্টায় দেশে 90 শতাংশ বাড়ল ভাইরাস সংক্রমণ, মৃত্যু একলাফে 214

By

Published : Apr 18, 2022, 11:07 AM IST

Updated : Apr 18, 2022, 12:40 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল : গত 15 দিন ধরে রাজধানীতে করোনার সংক্রমণ ক্রমবর্দ্ধমান ৷ এর মধ্যে দেশেও গত 24 ঘণ্টায় প্রায় দ্বিগুণ বাড়ল সংক্রমণ ৷ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, 24 ঘণ্টায় 89.8 শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে দেশে ৷

20 ফেব্রুয়ারির পর গত 24 ঘণ্টায় সর্বাধিক কোভিড সংক্রমণ দেখেছে নয়াদিল্লি ৷ সোমবার প্রকাশিত বুলেটিনে গত 24 ঘণ্টায় 517 জন আক্রান্ত হয়েছেন সেখানে, যা রবিবারের তুলনায় 12 শতাংশ বেশি (Delhi reported new 517 COVID cases in last 24 hours) ৷ সুস্থতার হার 5.33 শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে 4.21 শতাংশে ৷

এদিকে রবিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে দেশে আক্রান্তের সংখ্যা ছিল যেখানে 1,150 জন, সোমবার সেখানে সংখ্যাটা বেড়ে হয়েছে 2,183 জন ৷ মৃত্যুর সংখ্যা 4 থেকে বেড়ে একলাফে হয়েছে 214 ৷ যা ভীষণই উদ্বেগের (214 deaths as Daily COVID Count in India jumps 90 per cent) ৷ এর মধ্যে কেরল থেকে 62 জনের মৃত্যুর খবর মিলেছ ৷ তবে উদ্বেগের মধ্যেও দৈনিক সুস্থতার হার সামান্য বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বস্তি ৷

এদিকে গত 24 ঘণ্টায় নতুন করে 2,183 সংক্রমণের সঙ্গে দেশে এযাবৎ ভাইরাস সমক্রামিতের সংখ্যা বেড়ে হল 4,30,44,280 জন ৷ পাশাপাশি দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 5,21, 965 ৷

আরও পড়ুন : গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হাজারেরও বেশি

আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই গত 24 ঘণ্টায় ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন 1,985 জন ৷ যা আগেরদিনের তুলনায় দ্বিগুণেরও বেশি ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 10 হাজার 773 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷

Last Updated : Apr 18, 2022, 12:40 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details