তিরুচিরাপল্লী (তামিলনাড়ু), 9 জানুয়ারি:কফি ও চকোলেটের কৌটো থেকেউদ্ধার হলচকোলেট পাউডার মেশানো 211 গ্রাম সোনা ৷ সোমবার তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকরা 21.55 লক্ষ টাকার এই সোনা বাজেয়াপ্ত করেছে (211 Grams of Gold Mixed with Chocolate Powder Seized at Tiruchirappalli Airport) ৷ এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দুবাই থেকে আসা একজন যাত্রীকে চেকিংয়ের সময় কাস্টমস কর্তারা এই সোনা উদ্ধার করেন ৷
Gold Seized From Airport: চকোলেট পাউডারে সোনা মিশিয়ে পাচার ! বিমানবন্দরে আটক যাত্রী - gold mixed with chocolate powder seized
এক যাত্রীর কাছ থেকে বিমানবন্দরের কাস্টমস কর্তারা বাজেয়াপ্ত করলেন 211 গ্রাম সোনা (Gold Seized From Airport) ৷ চকোলেট পাউডারের মধ্যে সোনার পাউডার মেশানো ছিল ৷ সঙ্গে 175 গ্রাম ওজনের একটি সোনার চেনও বাজেয়াপ্ত করা হয় ৷
লুকিয়ে রাখা তিনটি চকোলেট পাউডারের কৌটো মিলতেই সন্দেহ হয় কাস্টমস কর্তাদের ৷ এরপর তা খুলতেই চোখে পড়ে চকোলেট পাউডারের সঙ্গে সোনার পাউডার (Gold Powder) মেশানো রয়েছে ৷ উদ্ধারের পর তা পরীক্ষা করে দেখা যায় পাউডারের মধ্যে রয়েছে 24 ক্যারট বিশুদ্ধ 211 গ্রাম সোনা ৷ এমনকি ওই যাত্রীর চেক ইন ব্যাগেজে 175 গ্রাম ওজনের সোনার চেনও পাওয়া গিয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার মোট দাম 21.55 লক্ষ টাকা ৷ শনিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট IX612-তে তিরুচিরাপল্লী বিমানবন্দরে পৌঁছয় ওই যাত্রী ৷ তাকে চেকিংয়ের সময়ই সন্দেহবশত আটক করা হয় ৷ তারপরই বাজেয়াপ্ত করা হয় সোনা ৷
আরও পড়ুন :গয়না পালিশের পাউডার বিক্রির নামে সোনা ছিনতাই দুষ্কৃতীদের