পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: ভারত জোড়োর লাস্ট ল্যাপে 21 অ-বিজেপি দলকে আমন্ত্রণ কংগ্রেসের, তালিকায় তৃণমূলও - Bharat Jodo Yatra

30 জানুয়ারি শ্রীনগরে শেষ হবে ভারত জোড়ো যাত্রা ৷ ভারত জোড়ো যাত্রার সেই লাস্ট ল্যাপে কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো 21টি অ-বিজেপি দলকে (21 like-minded parties invited to Bharat Jodo Yatra's final event) ৷

Etv Bharat
ভারত জোড়োর লাস্ট ল্যাপে 21 অ-বিজেপি দলকে আমন্ত্রণ কংগ্রেসের

By

Published : Jan 11, 2023, 11:11 PM IST

নয়াদিল্লি, 11 জানুয়ারি: 7 সেপ্টেম্বর, 2022 কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার শুভ সূচনা হয়েছিল, তা শেষ হতে চলেছে চলতি মাসেই ৷ লাস্ট ল্যাপে কংগ্রেসের এই যাত্রা ঘুরবে জম্মু ও কাশ্মীরে ৷ সেখানেই 30 জানুয়ারি শেষ হবে ভারতকে জোড়ার এই নিরন্তর প্রয়াস ৷ ঘটনাচক্রে ওইদিন আবার মহাত্মা গান্ধির প্রয়াণদিবসও বটে ৷ ভারত জোড়ো যাত্রার সেই লাস্ট ল্যাপে কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো 21টি অ-বিজেপি দলকে (21 like-minded parties invited to Bharat Jodo Yatra's final event) ৷ বুধের সন্ধেয় দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে মারফৎ আমন্ত্রণ পত্র পৌঁছে গেল দলগুলির কাছে ৷ তালিকায় রয়েছে এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসেরও ৷

অ-বিজেপি দলগুলিকে পাঠানো আমন্ত্রণ পত্রে সভাপতি খাড়গে সম্প্রীতির বার্তা দিয়েছেন ৷ দলের নবনির্বাচিত সভাপতি চিঠিতে লেখা বার্তায় জানিয়েছেন, সম্প্রীতি এবং সাম্যেই ভারত জোড়ো যাত্রার মূল বার্তা ৷ যার জন্য যুগ যুগ ধরে ভারতীয়রা লড়াই করেছে ৷ কংগ্রেসের আমন্ত্রণ তালিকায় তৃণমূল কংগ্রেস, জনতা দল ইউনাইটেড, সিপিএম, রাষ্ট্রীয় জনতা দল, তেলুগু দেশম পার্টি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টির নাম থাকলেও উল্লেখযোগ্যভাবে বাদ গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির নাম ৷

আরও পড়ুন:জোশীমঠে ক্ষতিপূরণ রাজ্যের, পরিবার পিছু মিলবে 1.5 লক্ষ টাকা

আমন্ত্রণী চিঠিতে খাড়গে লিখেছেন, "ভারতবর্ষ আজ চরম অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সংকটের সম্মুখীন। এমন সময় যখন সংসদ ও সংবাদমাধ্যমে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, তখন এই যাত্রা লক্ষাধিক মানুষকে একত্রিত করেছে ৷ মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সামাজিক বিভাজন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দুর্বলতা এবং সীমান্তে হুমকি আমাদের দেশকে প্রভাবিত করছে। ভারত জোড়ো যাত্রায় এই বিষয়গুলিই আলোচনা করা হচ্ছে ৷"

কংগ্রেসের প্রচার বিভাগীয় প্রধান জয়রাম রমেশ অ-বিজেপি দলগুলোকে লেখা সভাপতির সোশাল মাধ্যমে লেখেন, "সাড়ে 3 হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে আগামী 30 জানুয়ারি শ্রীনগরে শেষ হচ্ছে ভারত জোড়ো যাত্রা। মল্লিকার্জুন খাড়গের আবেদন, সম্প্রীতি এবং সাম্যের আদর্শকে শক্তিশালী করতে সব বিরোধী দলের প্রতিনিধি ওই দিন শ্রীনগরে উপস্থিত থাকুক।

ABOUT THE AUTHOR

...view details