হায়দরাবাদ, 19 মে : গত ছ'মাস ধরেই বীরমাল্লা রামলাক্ষমাইয়ার পেটের বাঁ-দিকে ব্যথা হচ্ছিল ৷ গরম পড়তেই সেই ব্যথা দ্বিগুণ হয়ে যায় ৷ তারপরেই পরিবারের সদস্যদের চাপে পড়ে ডাক্তারের কাছে যান তিনি ৷ সেখানেই পরীক্ষা করে দেখা যায়, তাঁর কিডনিতে স্টোন হয়েছে ৷ একটি নয়, বেশ কয়েকটি ৷ এদিন অস্ত্রোপচার চলাকালীন কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিৎসকদের ৷ গুনে গুনে 206টি পাথর বের করা হয়েছে ওই ব্যক্তির কিডনি থেকে (206 Kidney Stones Removed In 1 Hour from Hyderabad Man) ৷
অস্ত্রোপচার হয়েছে হায়দরাবাদের অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় চিকিৎসকের পরামর্শে কিছু ব্যথা কমানোর ওষুধ খেয়ে যাচ্ছিলেন তিনি ৷ কিন্তু ব্যথা তীব্র হওয়ায় নালগোন্ডার বাসিন্দা রামলাক্ষমাইয়া গত 22 এপ্রিল ডাক্তার দেখাতে যান ৷