নয়াদিল্লি, 24 মার্চ:জেএনইউ-এর প্রাক্তন ছাত্র উমর খালিদের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি আদালত (2020 Delhi riots) ৷ 2020 সালের ফেব্রুয়ারিতে দিল্লি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে খালিদের বিরুদ্ধে (Court denies bail to Umar Khalid) ৷
মার্চ মাসের 3 তারিখের শুনানিতে খালিদের (bail denies to Umar Khalid) আইনজীবী তাঁর সওয়ালে দাবি করেন যে, এই মামলায় তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ মেলেনি ৷ সেই কারণে উমর খালিদের (Court denies bail to former JNU student Umar Khalid) জামিনের আবেদন মঞ্জুর করার আর্জি জানান তিনি ৷ তবে সে দিন রায় রিজার্ভ রেখেছিলেন অতিরিক্ত সেশন জাজ অমিতাভ রাওয়াত ৷