নয়াদিল্লি, 22 মে: দোকানে-বাজারে 2000 টাকার নোট দিলে তা নিতে কেউ অস্বীকার করতে পারবে না ৷ সোমবার এমনটাই জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷ সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছিল, দু'হাজার টাকার নোট তারা বাজার থেকে প্রত্য়াহার করে নিতে চলেছে ৷ এমনকী আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত দু'হাজার টাকার নোট গ্রাহ্য বলেও জানিয়েছিল আরবিআই ৷ এরপর সোমবার শক্তিকান্ত দাসের বক্তব্যে অবশ্য অন্য বার্তা গেল দেশবাসীর কেছে ৷ গোলাপি নোটের গ্রহণযোগ্যতা সম্পর্কে আশঙ্কা দূর করে আরবিআই গভর্নর জানিয়েছেন, প্রত্যাহার করা নোটগুলির আইনি বৈধতা থাকবে৷ এমনকী বাজার-হাটে কেউ 2000 টাকার নোট দিলে তা নিতে বাধ্য থাকবেন সকলে ৷
গোলাপি নোট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর প্রথমবার এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শক্তিকান্ত দাস ৷ কথা বলতে গিয়ে আরবিআই গভর্নর জানান, প্রত্যাহার করা 2,000 টাকার নোটের বেশিরভাগই 30 সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্কে ফেরত আসার সম্ভাবনা রয়েছে । রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, "আমরা 2000 টাকার নোট প্রত্যাহার করছি কিন্তু তা আইনি দরপত্র হিসাবে চলবে ৷ অর্থাৎ দেশে বৈধ থাকবে ৷" এপ্রসঙ্গেই শক্তিকান্ত দাস জানান, আরবিআইয়ের নির্দেশ অনুসারে কেউই 2000 টাকার নোট প্রত্যাখ্যান করতে পারবে না৷
তিনি বলেন, "গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই ৷ কারণ এই নোট বিনিময়ের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে ।" বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, যে কোনও ব্যাংকে 30 সেপ্টেম্বর 2023-এর মধ্যে 2000 টাকার নোট বিনিময় বা জমা করতে পারবেন সাধারণ মানুষ ৷ একইসঙ্গে তিনি জানান, দেশের প্রতিটি ব্যাঙ্ককে 2000 টাকার নোট বিনিময়ের ক্ষেত্রে গ্রাহকদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে । এমনকী প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য ব্যাংকগুলিকে ব্যবস্থা নিতেও বলা হয়েছে আরবিআই'য়ের তরফে ৷