হায়দরাবাদ, 8 অগস্ট:মর্মান্তিক ! বান্ধবীর সঙ্গে পিৎজা খেতে গিয়ে পরিণতি মারাত্মক । বান্ধবীর বাড়ির ছাদে পিৎজা পার্টি করার সময় তার বাবার পায়ের আওয়াজ শুনতে পায় প্রেমিক যুবক । আতঙ্কে কিছু না ভেবেই ছাদ থেকে ঝাপ দেয় সে । চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল সেই যুবকের ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে ৷ যুবকটি হায়দরাবাদের বরাবান্দা এলাকার একটি বেকারিতে কাজ করত বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল 21 বছরের শোয়েবের ৷ শনিবার রাতে গার্লফ্রেন্ডের পিৎজা খাওয়ার ইচ্ছে পূরণ করতে গিয়েছিল সে ৷ পিৎজা হাতে নিয়ে সময়মতো পৌঁছে গিয়েছিল প্রেমিকার বাড়ি ৷ দুজনে মিলে ছাদে গিয়ে পিৎজা খাওয়ার মুহূর্ত উপভোগ করছিল ৷ সেই সময়ই মেয়েটির বাবার পায়ের আওয়াজ শুনতে পায় দুজন ৷ সেই সময় ভয়ে শোয়েব ছাদের এক কোণে থাকা তার ধরে ঝুলে পড়ে ৷ কিন্তু তারগুলি শোয়েবের ভার নিতে না পারায় তা ছিঁড়ে পড়ে ৷ ফলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে ৷
আরও পড়ুন : অত্যধিক বিদ্যুতের বিল, রাগে মিটার রিডারকে ধারালো অস্ত্র দিয়ে খুন যুবকের !