কাবুল, 31 মে : আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান ৷ একে করোনা আতঙ্ক তার উপর জঙ্গি হামলা ৷ দুইয়ের জেরে কেঁপে উঠল আফগানিস্তান ৷ গত 24 ঘণ্টায় আফগানিস্তানের পাঁচ জায়গায় জঙ্গি হামলার জেরে মৃত্যু হল কমপক্ষে 20 জনের ৷ আহতের সংখ্যা এখনও পর্যন্ত 34 ৷ কাপিসা পুলিশ দায়ী করেছে তালিবান জঙ্গি সংগঠনকে ৷ যদিও হামলার দায় স্বীকার করেনি তালিবান ৷
সূত্রের খবর, শনিবার পারওয়ানের একটি বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজের লেকচারব ও কর্মীদের একটি বাসকে টার্গেট করে জঙ্গিরা৷ বাসটিতে লেড বিস্ফোরণ করা হয় ৷ বিস্ফোরণের জেরে মারা যান ফারুখ নিজরাবি নামে এক জেনারেল মেডিসিনের অধ্যাপকসহ তাঁর তিন সহকর্মী ৷ ঘটনার জেরে আহত হয়েছেন 17 জন ৷ রবিবার, সিরজাদের নানগরহারে দুজন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন একজন ৷