নয়াদিল্লি,17 ফেব্রুয়ারি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল । নির্বাচন কমিশনের তরফে বৃহস্পতিবার বলা হল, ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের আগে মোট 140 কোটির বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছে ( 20 fold increase in seizures in Tripura Nagaland, Meghalaya) । 2018 সালে বিধানসভা নির্বাচনের তুলনায় পরিমাণটা প্রায় 20 গুন। ত্রিপুরায় নির্বাচন হয়েছে বৃহস্পতিবার । এরপর 26 ফেব্রুয়ারি ভোট হবে মেঘালয় এবং নাগাল্যান্ডে । তার আগেই এমন তথ্য ঘিরে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশন বলেছে, বিভিন্ন তদন্ত সংস্থার তল্লাশি থেকে শুরু করে টানা নজরদারির জেরে এই পরিমাণ টাকা উদ্ধার সম্ভব হয়েছে । সংবেদলশীল কেন্দ্রগুলির দিকে বেশি নজর দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে কমিশন। নির্বাচন ঘোষণার দিন থেকেই সতর্কতা অবলম্বন করা হয়েছিল আর তার জেরেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে । 2018 সালে মোট 7.24 কোটি টাকা এই তিনটি রাজ্য থেকে উদ্ধার হয়েছিল ।