পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MP mine collapse : মধ্যপ্রদেশে খনিতে ধস, মৃত্যু 2 মহিলার

মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় খনিতে ধসে মৃত্যু হল দুই মহিলা শ্রমিকের ৷ পুলিশ জানিয়েছে, সোমবার খননকার্য চলার সময় ঘটে এই দুর্ঘটনা (Mine collapsed in Madhya Pradesh) ৷

MP mine collapse Update
খনিতে ধসে মৃত্যু হল দুই মহিলা শ্রমিকের

By

Published : Apr 26, 2022, 1:33 PM IST

শিবপুরী (মধ্যপ্রদেশ), 26 এপ্রিল : খননকার্য চলার সময় খনিতে নামল ধস ৷ তাতেই মৃত্যু হল দুই মহিলা শ্রমিকের ৷ মধ্যপ্রদেশের শিবপুরী জেলার একটি খনিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ৷ এদিন পুলিশ জানায়, গতকাল সুলার নদীর একটি খালের কাছে দুর্ঘটনাটি ঘটে (Two women killed after mine collapsed in MP) ৷

বামোর কালা থানার ইনচার্জ পুনিত বাজপাই জানিয়েছেন, নিহত দু'জন-সহ আরও কয়েকজন সেখানে মাটি খুঁড়তে গিয়েছিল । খননকার্য এগোতে থাকলে খনিটি গুহার আকার নেয় ৷ শ্রমিকরা ওই গুহার আকৃতির খনির ভিতরে চলে যান ৷ ওই গুহামুখেই ধস নামে ৷ তাতেই আটকে পড়েন শ্রমিকরা ৷

আরও পড়ুন : সাম্প্রদায়িক সংঘর্ষের জের, মধ্যপ্রদেশের খারগোনে বসছে 121টি সিসি ক্যামেরা

পুলিশ আধিকারিক আরও জানান, শ্রমিকদের সঙ্গে কয়েকজন মেয়ে বিষয়টি গ্রামবাসীদের জানান ৷ তারপরই গ্রামবাসী ধ্বংসস্তূপ থেকে দুই মহিলাকে বের করে আনেন । তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷

ABOUT THE AUTHOR

...view details