নিউ দিল্লি, 22 এপ্রিল: অক্সিজেন ফুরিয়ে গিয়েছে, রোগীকে বাঁচাতে বেপরোয়া বাড়ির লোকজন ৷ হাসপাতালের সামনেই দেখা মিলল মন্ত্রীর ৷ দুঃসময়ে ধৈর্য হারিয়ে মন্ত্রীর সামনেই চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা ৷ মন্ত্রীমশাইও তাঁকে দু'থাপ্পড় কষাবার হুমকি দিলেন ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের দামোহ-র ৷ মন্ত্রীর সঙ্গে কথোপকথনের সবটাই ভাইরাল হয়ে ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
ভিডিয়োয় দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত মায়ের জন্য হন্যে হয়ে অক্সিজেন খুঁজতে বেরিয়েছেন ছেলে ৷ হাসপাতালের সামনেই দেখা হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রী তথা দামোহ-র বিজেপির সাংসদ প্রহ্লাদ প্যাটেলের সঙ্গে ৷ রোগীর ছেলে অক্সিজেনের অভাবের কথা জানাতে গিয়ে উত্তেজিত হয়ে মন্ত্রীকে বলেন, "আমরা বেপরোয়া হয়ে খুঁজে চলেছি... কিন্তু সিলিন্ডার পাচ্ছি না...ওরা আমাদের স্পষ্ট বলে দিচ্ছে না কেন যে অক্সিজেন দিতে পারবে না ৷"
এর উত্তরে তাঁকে শান্ত করতে গিয়ে মন্ত্রী বলছেন, "এমন করে কথা বললে দুটো থাপ্পড় খাবে ৷"
এর পর লোকটি কাঁদতে কাঁদতে বলতে থাকে, "হ্যাঁ, সেটাই তো পাওয়ার কথা আমার ৷ আমার মা মরছে ওখানে ৷"
আরও পড়ুন: এবার করোনা টিকার মূল্য বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি মমতার