দেওঘর (ঝাড়খণ্ড), 12 ফেব্রুয়ারি: দুষ্কৃতীদের গুলিতে নিহত দুই পুলিশ কর্মী ৷ এক মাছ ব্যবসায়ীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন তাঁরা ৷ শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের দেওঘরের শ্যামগঞ্জ রোডে ৷ নিহত দুই পুলিশ কর্মীর নাম সন্তোষ যাদব ও রবি মিশ্র ৷ তবে এটা এনকাউন্টার নাকি দুষ্কৃতীরা নির্বিচারে গুলি চালিয়েছিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে (2 Policemen Shot Dead by Criminals at Deoghar)৷ রবিবার বিষয়টি নিশ্চিত করে জানায় দেওঘর পুলিশ ৷
জানা গিয়েছে, নিহত দুই পুলিশ কর্মী সুধাকর ঝা নামে এক মাছ ব্যবসায়ীকর দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন ৷ ব্যবসায়ীদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই-ই এই ঘটনার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে ৷ সশস্ত্র দুষ্কৃতীরা ওই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ এই আক্রমণের জবাবে দেহরক্ষীরা পালটা গলি চালালেও তাঁরা দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ খবর পেয়েই শনিবার রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার সুভাষ চন্দ্র জাঠ ৷ ঘটনাস্থল খতিয়ে দেখে তিনি জানান, দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পুলিশকর্মীর ৷ তাঁরা দু'জনেই সাহিবগঞ্জের বাসিন্দা ছিলেন ৷