কুলগাম (জম্মু-কাশ্মীর), 30 জুন: উপত্যকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম তিন অজ্ঞাত পরিচয় জঙ্গি ৷ আরও এক জঙ্গি এদিনের অভিযানের পর আত্মসমর্পণ করেছে ৷ বুধবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার চিম্মারে ৷
এদিন চিম্মারে জঙ্গিদের খোঁজ পেয়ে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালায় ৷ শুরুতে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে একটানা গুলির লড়াই চলে ৷ তাতেই মৃত্যু হয় তিন জঙ্গির ৷ পরে অপর জঙ্গি আত্মসমর্পণ করে ৷