পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুলগামে নিরাপত্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম 3 জঙ্গি - 2 militants killed by security forces in Kulgam

এদিন চিম্মারে জঙ্গিদের খোঁজ পেয়ে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালায় ৷ শুরুতে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে একটানা গুলির লড়াই চলে ৷ তাতেই মৃত্যু হয় দুই জঙ্গির ৷ পরে আরেক জঙ্গি আত্মসমর্পণ করে ৷

s
s

By

Published : Jun 30, 2021, 8:11 PM IST

Updated : Jun 30, 2021, 9:49 PM IST

কুলগাম (জম্মু-কাশ্মীর), 30 জুন: উপত্যকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম তিন অজ্ঞাত পরিচয় জঙ্গি ৷ আরও এক জঙ্গি এদিনের অভিযানের পর আত্মসমর্পণ করেছে ৷ বুধবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার চিম্মারে ৷

এদিন চিম্মারে জঙ্গিদের খোঁজ পেয়ে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালায় ৷ শুরুতে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে একটানা গুলির লড়াই চলে ৷ তাতেই মৃত্যু হয় তিন জঙ্গির ৷ পরে অপর জঙ্গি আত্মসমর্পণ করে ৷

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের পারিমপোরায় এনকাউন্টারে খতম 2 জঙ্গি

এই বিষয়ে কাশ্মীর পুলিশ টুইট করে জানায়, "কুলগামে দুই অজ্ঞাতপরিচয় জঙ্গিকে খতম করা হয়েছে ৷ পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে ৷"

Last Updated : Jun 30, 2021, 9:49 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details