পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Avalanche in Himachal: হাতে তখনও বরফ কাটার যন্ত্র, তুষার ধসে প্রাণ গেল 2 শ্রমিকের - শিঙ্কুলা পাসের কাছে তুষারধসে মৃত্যু 2 শ্রমিকের

তুষার ধস প্রাণ কাড়ল দুই শ্রমিকের (2 Labour Died due to Avalanche)৷ যন্ত্রপাতি সঙ্গে নিয়ে বরফের নীচে চাপা পড়ে মৃত্যু হয় তাঁদের ৷ নিখোঁজ এক ৷

Etv Bharat
হিমাচলে তুষার ধসের বলি দুই শ্রমিক

By

Published : Feb 6, 2023, 12:21 PM IST

লাহৌল স্পিতি (হিমাচল প্রদেশ), 6 ফেব্রুয়ারি: তুষার ধসের কবলে পড়ে মৃত্যু হল বর্ডার রোড অর্গানাইজেশনের দুই শ্রমিকের ৷ ঘটনায় নিখোঁজ এক ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে লাহৌল স্পিতি জেলার লাহৌল মহকুমার শিঙ্কু লা পাসের কাছে (Avalanche in Lahaul Spiti)৷ বরফ কাটার যন্ত্র ও ডোজার যন্ত্রপাতি-সহ বরফে চাপা পড়ে তাঁদের মৃত্যু হয় ৷ জীবন্ত কবর যাকে বলে ৷ সোমবারও নিখোঁজ শ্রমিকের সন্ধানে তল্লাশি চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা (Avalanche in Himachal Pradesh News Update)৷

তুষার ধসের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে বিআরও ৷ জানা গিয়েছে নিহত দুই শ্রমিকের নাম রাম বুধা (19) এবং রাকেশ ৷ আর নিখোঁজ ব্যক্তি নেপালের বাসিন্দা, নাম পাসং চেরিং লামা ৷ আরও এক নিখোঁজ ব্যক্তির সন্ধান চালানো হচ্ছিল কয়েক ঘণ্টা ধরে ৷ কিন্তু সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়া এবং দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে তা বাতিল করা হয় ৷ রাজ্য জরুরি অপারেশন কেন্দ্র জানায়, রবিবার বিকেল 3টে নাগাদ লাহৌল ও স্পিতি জেলার চিকার কাছে তুষার ধসে দু'জন নিহত ও একজন নিখোঁজ হয়েছে ৷ তাপমাত্রা অনেক কম ও দুর্বল দৃশ্যমানতার কারণে বাধ্য হয়ে উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয় ৷ সোমবার ফের নিখোঁজের অনুসন্ধানের কাজ শুরু করা হবে ৷

লাহৌল ও স্পিতি জেলা ইমার্জেন্সি অপারেশন সেন্টার (DEOC) জানায়, লাহৌল মহকুমার 35 কিলোমিটারে (চিকা) শ্রিঙ্কুলা পাসের কাছে তুষার ধসের ঘটনা ঘটে ৷ আরও জানানো হয়েছে, এই ঘটনায় তিনজন বিআরও শ্রমিক বরফ কাটার যন্ত্রপাতি-সহ বরফের নীচে চাপা পড়েছিলেন ৷ যার মধ্যে দু'টি মৃতদেহ উদ্ধার করে আরএইচ কেলংয়ে আনা হচ্ছে ৷ নিখোঁজের সন্ধানে সোমবারও তল্লাশি চলবে ৷

আরও পড়ুন :গুলমার্গে তুষার ধস, মৃত 2 বিদেশি পর্যটক

ABOUT THE AUTHOR

...view details