কুলগ্রাম (জম্মু ও কাশ্মীর), 17 অক্টোবর : জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল দু'জনের ৷ গুরুতর জখম হয়েছেন আরও একজন ৷ রবিবার ফের জম্মু-কাশ্মীরের কুলগ্রামে তৈরি হয় অশান্তির বাতাবরণ ৷ ওয়ানপো এলাকায় ঘটে ঘটনাটি ৷ ঘটনার পর এলাকা ঘিরে ফেলেছে পুলিশ এবং সুরক্ষা বাহিনী ৷
ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে একটি টুইট করা হয়েছে ৷ বলা হয়, কুলগামের ওয়ানপো এলাকায় জঙ্গিরা স্থানীয় লোকদের উপর নির্বিচারে গুলি চালায় । দু'জন শ্রমিক নিহত হয়েছেন ৷ এবং আরও একজন আহত হয়েছেন । মৃতরা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা নন ৷ পুলিশ ও সুরক্ষা বাহিনী এলাকা ঘিরে রেখেছে ।
এদিনের ঘটনার পর সিআইডির তরফে জানানো হয়েছে, নিহত এবং জখম তিনজনই বিহারের শ্রমিক ছিলেন ৷ মৃত দুই শ্রমিকের নাম রাজা রেশি দেব এবং যোগিন্দর রেশি দেব ৷ আরও এক জখম শ্রমিকের নাম চুনচুন রেশি দেব ৷ হামলায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ৷ জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও কথা বলেন তিনি ৷