মুম্বই, 13 নভেম্বর: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি মুম্বইয়ে একটি আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের পর্দাফাঁস করেছে ৷ শহরের একটি হোটেল থেকে জাম্বিয়ান নাগরিককে দুই কেজি কোকেন এবং দিল্লি থেকে একজন তানজানিয়ান মহিলাকে গ্রেফতার করেছে ৷ সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে ।
জানা গিয়েছে যে ওই মাদক নিয়ে জাম্বিয়ার নাগরিকের দিল্লিতে তানজানিয়ার মহিলার হাতে দেওয়ার কথা ছিল । পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া মাদকের মূল্য 15 কোটি টাকা ৷ এই বিষয়ে তদন্ত চলছে । এর সঙ্গে আর কে কে জড়িত আছে, তা পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে ৷
এনসিবি-র মুম্বই জোনালের ডিরেক্টর অমিত ঘাওয়াতে জানান, তাঁরা একটি আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেট ভারতে কোকেন পাচারের পরিকল্পনা করবে তথ্য পান । ওই তথ্যের ভিত্তিতে গত 9 নভেম্বর মুম্বইয়ের একটি হোটেলে অভিযান চালানো হয় ৷ হোটেলের রেকর্ডে দেখা যায় যে জাম্বিয়ার নাগরিক এলএ গিলমোর কয়েকঘণ্টা আগে সেখানে চেক-ইন করেছেন এবং তাঁকে গ্রেফতার করা হয় ৷