নয়াদিল্লি, 31 অক্টোবর: ইভ-টিজিং-এ (Eve-teasing) বাধা দিয়েছিল 17 বছরের এক কিশোর ৷ সে জন্য তাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুই নাবালকের বিরুদ্ধে ৷ দিল্লির প্যাটেল নগর এলাকার ঘটনা ৷ রবিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Delhi Murder)৷
জানা গিয়েছে, মৃত কিশোরের বোনকে রোজ উত্যক্ত করত অভিযুক্ত দুই কিশোর ৷ সেটা মেনে নিতে না পেরে তাদের চড় কষিয়ে দেয় দাদা ৷ এতেই তার উপর রেগে গিয়ে দুই নাবালক তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ (Juveniles Kill Youth)৷
পুলিশ জানিয়েছে, "তদন্তের সময়, উভয় কিশোরই মেনে নিয়েছে করেছে যে, তারা মৃতের বোনকে ইভটিজ করত । কয়েক দিন আগে, নিহত কিশোর তার বোনের থেকে দূরে থাকতে বলে সতর্ক করে অভিযুক্তদের ৷ সেই সময় তাদের চড়ও মেরেছিল নিহত কিশোর । প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ধরে উপর্যুপরি ছুরি দিয়ে কোপায় দুই অভিযুক্ত ৷ এতেই মৃত্যু হয় ওই কিশোরের ৷"