নয়াদিল্লি, 23 এপ্রিল: হিংসা-বিধ্বস্ত সুদান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে তৎপর দেশ ৷ জেড্ডায় দুটি সি-130জে সামরিক পরিবহণ বিমানকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৷ পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দরে পৌঁছেছে ৷ সুদানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকারের এই পরিকল্পনা ৷
এ বিষয়ে বিশদে জানিয়ে বিদেশমন্ত্রক বলেছে যে, ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য জরুরি পরিকল্পনা করা হয়েছে ৷ তবে ভূমিতে কোনও গতিবিধি নিরাপত্তার পরিস্থিতির উপর নির্ভর করবে । বিদেশমন্ত্রক জানিয়েছে, সুদানের রাজধানী খার্তুমের বিভিন্ন স্থান থেকে ভয়ংকর লড়াইয়ের খবরে সুদানের নিরাপত্তা পরিস্থিতি "অস্থির" হয়ে রয়েছে ।
সুদানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারত সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে । বিদেশমন্ত্রকের কথায়, "আমরা সুদানের জটিল এবং ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ৷ আমরা সুদানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদ চলাচলের জন্য বিভিন্ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় রাখছি এবং তাঁদের সরিয়ে নিতে চাইছি ৷"