রায়বরেলি, 30 নভেম্বর:বিয়ের মরশুম এসে গিয়েছে ৷ আর এই সময়ে গাঁটছড়া বাঁধতে সরকারের সাহায্যপ্রার্থী আড়াই ফিট লম্বা মহম্মদ শরিফ (Plea for Marriage Help)৷ সরকারি প্রকল্পে গৃহ পেয়েছেন ৷ এ বার গৃহিণীর খোঁজে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ তাঁর বিয়েতে সরকারি সাহায্য চেয়ে তিনি আবেদনপত্র জমা দিয়েছেন ৷ দিনকয়েক আগেই তাঁরই মতো আড়াই ফিট লম্বা আজিম মনসুরি সরকারি আধিকারিকদের সাহায্য নিয়ে শামলিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ তাঁকে দেখাদেখি আশা জাগে শরিফের মনে ৷
উত্তরপ্রদেশের রায়বরেলির মহারাজগঞ্জের বাসিন্দা 40 বছরের মহম্মদ শরিফ জেলাশাসকের সঙ্গে দেখা করে বিয়ে করার জন্য সরকারি সাহায্য প্রার্থনা করেছেন ৷ তিনি জেলাশাসককে বলেন, উচ্চতা কম হওয়ায় উপযুক্ত পাত্রী পাচ্ছেন না ৷ সেই কারণে তিনি বিয়ে করতে চেয়ে সরকারি সাহায্যের জন্য দরবার করেছেন ৷ সরকারি সাহায্যের মাধ্যমে গণবিবাহ অনুষ্ঠানে বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি ৷ তিনি খাটো হওয়ায় নিত্যনৈমিত্যিক নানা কাজের জন্য তাঁর একজন সঙ্গী প্রয়োজন বলে জেলাশাসককে জানিয়েছেন মহম্মদ শরিফ ৷