বেঙ্গালুরু, 26 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "বেটি বাঁচাও, বেটি পড়াও" বার্তা যে শুধু কথার কথা হয়েই রয়ে গিয়েছে তা বারবার প্রমাণ করে বেড়ে চলা কন্যা ভ্রূণ হত্যার ঘটনা ৷ এবারে ঘটনাস্থল বেঙ্গালুরুর বাইয়্যাপ্পানাহল্লি এলাকা ৷ কন্যা ভ্রূণ হত্যা ও জন্মপূর্ব লিঙ্গ নির্ধারণ ঘটনায় বেঙ্গালুরু পুলিশ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে, যার মধ্যে রয়েছেন দু'জন চিকিৎসকও ৷ এই নিয়ে এই ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল মোট 9 জন ৷
বেয়াপ্পানাহাল্লি পুলিশ জানিয়েছে, চেন্নাই থেকে ডঃ থুলাসিরাম, মহীশূর থেকে ডঃ চন্দন বল্লাল এবং তার স্ত্রী মীনা, মহীশূরের একটি বেসরকারী হাসপাতালের রিসেপশনিস্ট রিজমা এবং শনিবার ল্যাব টেকনিশিয়ান নিসারকে গ্রেফতার করা হয়েছে ৷ এই পাঁচজনের বিরুদ্ধে জন্মপূর্ব লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ গত দু'বছরে শত শত গর্ভবতী মহিলাদের সন্তান জন্মের আগে লিঙ্গ নির্ধারণ করেছেন অভিযুক্তরা ৷ শুধু তাই নয়, প্রতি মাসে 20-25টি ভ্রূণও গড়ে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযুক্তরা বয়ানে স্বীকার করেছে যে, গত দুবছর ধরে বেঙ্গালুরু, মান্ডিয়া ও মাইসুরুতে তাঁরা এই চক্র চালাত ৷ প্রত্যেক অবৈধ লিঙ্গ নির্ধারণ ও গর্ভপাতের ঘটনায় তাঁরা নিতেন 20 হাজার থেকে 25 হাজার টাকা ৷ চক্রের কথা সামনে আসে যখন বেয়াপ্পানাহাল্লি পুলিশ শিবানঞ্জে গৌড়া, বীরেশ, নবীন কুমার এবং নয়ন কুমারকে গ্রেফতার করে ৷ এরা প্রত্যেকেই গর্ভবতী মহিলাদের গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণের জন্য নিয়ে যাচ্ছিল ৷
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তরা প্রত্যেকেইা গর্ভপাত এবং গর্ভাবস্থায় সন্তানের লিঙ্গ সনাক্তকরণ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ৷ মান্ডিয়ায় যে সকল পরিবার কন্যা সন্তান চাইত না সেই সকল পরিবারের গর্ভবতী মহিলাদের নিয়ে যাওয়া হত ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য ৷ যদি গর্ভস্থ ভ্রূণটি মেয়ে হয় তবে অভিযুক্তরা অবৈধ গর্ভপাত করিয়ে দিতেন ৷ ইতিমধ্যেই রাজকুমার রোডে আয়ুর্বেদিক ডে কেয়ার সেন্টার, উদয়গিরির একটি বেসরকারি হাসপাতাল ও মাইসোরের হাসপাতাল সিল করে দিয়েছে পুলিশ ৷
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, যারা এই ঘটনায় জড়িত তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারতের সংবিধান দিবস উপলক্ষে রবিবার বিধান সৌধের সামনে আম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, "যেই দোষী হোক না কেন আমরা তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এ বিষয়ে একটি বৈঠক করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷"