পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Raigad Bus Accident: শিক্ষার্থীবোঝাই বাস উলটে মৃত 2 - Maha 2 dead several injured in Raigad Bus accident

শিক্ষার্থীবোঝাই বাস উলটে মৃত দুই ছাত্র ৷ আহত বেশ কয়েকজন ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ের খোপোলি থানা এলাকায় (Raigad Bus Accident) ৷

Raigad Bus Accident
শিক্ষার্থীবোঝাই বাস উলটে মৃত 2

By

Published : Dec 12, 2022, 11:42 AM IST

রায়গড় (মহারাষ্ট্র) 12 ডিসেম্বর: শিক্ষার্থীবোঝাই বাস উলটে মৃত দুই ছাত্র ৷ আহত বেশ কয়েকজন ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ের খোপোলি থানা এলাকায় (Raigad Bus Accident) ৷

পুলিশ জানিয়েছে, পিকনিক করে 48 জন শিক্ষার্থীকে নিয়ে একটি বাস চেম্বুরে ফিরছিল । হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উলটে যায় । সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ এদের মধ্যে দু'জন ছাত্র মারা গিয়েছে ৷ আহতদের চিকিৎসা চলছে ৷

পুলিশ জানিয়েছে, প্রত্যেকেই দশম শ্রেণির পড়ুয়া ৷ মৃত দুই ছাত্রের নাম হিতিকা খন্না (17) ৷ সে চেম্বুরের বাসিন্দা ৷ আর এক ছাত্রের নাম রাজ রাজেশ মাত্রে (16) ৷ সে আসালফা গ্রামের সুবুরবন ঘাটকপারের বাসিন্দা ৷

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নীচে পড়ল ট্রাক, মৃত্যু চালকের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details