পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Urination on Tribal Youth: অন্ধ্রপ্রদেশে আদিবাসী যুবককে বেধড়ক মারধর ও মুখে প্রস্রাব ! আটক 2 - urination incident on tribal youth

অন্ধ্রপ্রদেশে এক আদিবাসী যুবককে বেধড়ক মারধর ও মুখে প্রস্রাবের ভিডিয়ো ভাইরাল ৷ ন'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ৷ ঘটনায় দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের ৷

Group Urinates on Tribal Youth
আদিবাসী যুবকের মুখে প্রস্রাব

By

Published : Jul 19, 2023, 10:36 PM IST

প্রকাশম (অন্ধ্রপ্রদেশ), 19 জুলাই:মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের ঘটনার রেশ এখনও কাটেনি ৷ এবার অন্ধ্রপ্রদেশে আদিবাসী এক যুবকের উপর হামলা ও প্রস্রাবের ঘটনা চাঞ্চল্য ৷ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ যাতে দেখা যাচ্ছে, আদিবাসী এক যুবকের সঙ্গে অপর কিছু যুবক মদ্যপান করেছিল। এরপরই তাঁর ওপর নির্বিচারে হামলা চালায় অভিযুক্তরা। এমনকী যুবকের মুখে প্রস্রাবও করে দেয় তারা ৷ সেখানেই শেষ নয় ৷ পরবর্তীতে সেই প্রস্রাব তাঁকে পান করতেও বলা হয় । নির্যাতিত ইতিমধ্যে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন । ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ ৷

ঘটনাটি ঘটেছে প্রকাশম জেলার ওঙ্গোলে ৷ নির্যাতিত আদিবাসী যুবকের নাম নবীন। ঘটনায় মৃল অভিযুক্ত হলেন মান্নে রামাঞ্জনেয়ুলু ওরফে অঞ্জি। এই নৃশংস ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে নানামহলে ৷ সেই ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, যুবককে এত মারধর করা হয় যে তিনি কার্যত রক্তস্নাত ৷ তারপরেও থামেনি অভিযুক্তরা ৷ ক্ষত-বিক্ষত হয়ে পড়ে থাকেন যুবক ৷ কিন্তু তারপরেও কোনওরকম করুণা দেখায়নি অভিযুক্তরা ।

আরও পড়ুন:নক্কারজনক ঘটনার সাক্ষী থাকল দেশ ! আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাবের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

জানা গিয়েছে, নবীন ও অঞ্জি দু'জনেই ছোটবেলা থেকেই একসঙ্গে ঘোরাফেরা করেন ৷ এমনকী বেশ কিছু অপরাধের সঙ্গেও তাঁরা যুক্ত । তাঁদের দু'জনের বিরুদ্ধে 50টির বেশি বাড়িতে চুরির মামলা রয়েছে । নবীন বেশ কয়েকবার পুলিশের হাতে ধরা পড়ে জেলও খেটেছে। বছরের পর বছর ধরে পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছে অঞ্জি ।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে দু'জনের মধ্যে মতপার্থক্য হয় । এক মাস আগে অঞ্জি নবীনকে ওঙ্গোলের একটি হাসপাতালের পিছনে একসঙ্গে মদ্যপান করার জন্য ডাকে। নবীন সেখানে গিয়ে দেখে, অঞ্জির সঙ্গে আরও 9 যুবক সেখানে উপস্থিত । সবাই একসঙ্গে মদ্যপান করছেন । এই সময় অঞ্জি পুরোনো বিবাদের বিষয়টি আবার টেনে আনলে তাদের মধ্যে ফের ঝামেলা বাড়ে । অভিযোগ, তারপরেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ন'জন মিলে নবীনকে আক্রমণ করে। নবীন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘিরে ধরে তাঁর উপর হামলা চালানো হয় এবং নির্বিচারে মারধর করা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন:উত্তরপ্রদেশের আদিবাসী যুবকের গায়ে মূত্রত্যাগের অভিযোগ, গ্রেফতার 3

সম্প্রতি, কয়েকজন অভিযুক্ত এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট করে এবং সেটি ভাইরাল হয়ে যায় ৷ এরপরেই সেটি পুলিশের নজরে আসে । পুলিশ তৎক্ষণাৎ সতর্ক হয়ে অভিযুক্তদের খোঁজ শুরু করে । মূল অভিযুক্ত পলাতক থাকলেও ঘটনার সঙ্গে জড়িত দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর । তবে অভিযোগকারীর দাবি, ঘটনাটি একমাস আগে ঘটেছে ৷ পুলিশে অভিযোগ করা হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details