চেন্নাই, 8 অক্টোবর: উদ্ধার হল দু'টি প্রাচীন মূর্তি ৷ এগুলি চোল সাম্রাজ্যের রাজত্বকালের বলে শুক্রবার জানিয়েছে তামিলনাড়ুর আইডল উইং সিআইডি ৷ চুরি যাওয়া এই দু'টি মূর্তি একটি মিউজিয়ামে ছিল ৷ সেটি চেন্নাই থেকে 25 কিলোমিটার দূরে মুত্তুকাডু, দক্ষিণাচিত্রার মিউজিয়ামে শোভা পাচ্ছিল (Chola period bronze idols found in Museum) ৷
দক্ষিণাচিত্রা নামে একটি জায়গায় এই দু'টি প্রাচীন মূর্তি রয়েছে ৷ এই খবর পেয়ে ডিএসপি মুথুরাজার নেতৃত্বে আইডল উইংয়ের তদন্তকারী আধিকারিকেরা 6 অক্টোবর সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি অভিযান চালায় এবং তথ্যগুলি যাচাই করে দেখেন ৷ আইডল উইং একটি বিবৃতিতে জানিয়েছে, "তাঞ্জোর জেলায় স্বামীমালাইয়ে মাসিলামানি নামের এক ব্যক্তি বীণাধারারা এবং ঋষভ ধরের মূর্তি দু'টি মিউজিয়ামে দান করেন ৷ শিবাকাঞ্চি পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷"