নয়াদিল্লি, 3 অগস্ট : বেশ কয়েক বছর শান্ত থাকার পর ত্রিপুরায় জঙ্গি হামলায় প্রাণ গেল দুই বিএসএফ (Border Security Force) জওয়ানের ৷ মঙ্গলবার ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে রুটিন টহলদারি চালানোর সময় হামলার শিকার হন তাঁরা ৷ বাহিনী সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা এনএলএফটি-র (National Liberation Front of Tripura) সদস্য ৷ এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ বিএসএফের টহলদারি দল লক্ষ্য করে আক্রমণ করে তারা ৷ ঘটনাটি ঘটে ত্রিপুরার ধলাই জেলায় ৷ নিহতদের মধ্যে সাব-ইন্সপেক্টর পদের এক আধিকারিকও রয়েছেন ৷
আরও পড়ুন :শ্রীনগরে জঙ্গি হানায় শহিদ 2 সেনা জওয়ান
প্রসঙ্গত, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ধলাই জেলার দূরত্ব প্রায় 94 কিলোমিটার ৷ এই এলাকা উত্তর এবং দক্ষিণ দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বরাবর জুড়ে রয়েছে ৷ এদিন ধলাই জেলার পানিসাগর সেক্টরের চাওমানু থানার অধীনস্ত আর সি নাথ সীমান্ত ছাউনির কাছে হামলার ঘটনাটি ঘটে ৷ উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তের মোট দৈর্ঘ্য 4 হাজার 96 কিলোমিটার ৷ এর মধ্যে ত্রিপুরায় রয়েছে 856 কিলোমিটার সীমান্ত এলাকা ৷