নয়াদিল্লি, 1 জুন :বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমাল তেল কোম্পানিগুলি৷ মাসের প্রথম দিনে ওএমসি 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 135 টাকা কমিয়েছে৷ আজ থেকেই তা কার্যকরী হবে (19kg commercial LPG cylinders price reduced by Rupees 135 per cylinder) ৷
এর ফলে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম 2 হাজার 219 টাকা, আগে ছিল 2 হাজার 355 টাকা ৷ মুম্বইতে 31 মে পর্যন্ত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল 2 হাজার 307 টাকা ৷ আজ থেকে দাম হল 2 হাজার 171 টাকা 50 পয়সা ৷
আরও পড়ুন : LPG Price Hike : নতুন অর্থবর্ষের প্রথম দিনেই একলাফে 250 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
কলকাতায় 2 হাজার 455 টাকার পরিবর্তে আজ থেকে দিতে হবে 2 হাজার 322 টাকা ৷ আর চেন্নাইয়ে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হল 2 হাজার 373 টাকা, গতকাল পর্যন্ত এই দাম ছিল 2 হাজার 508 টাকা ৷
ইতিমধ্যে রান্নার 14 কেজি এলিপিজি সিলিন্ডারের দাম ছাড়িয়েছে 1 হাজার টাকা ৷ শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের জন্য 200 টাকা ভর্তুকির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷
এর আগে 1 এপ্রিল 19 কেজি বাণিজ্যিক এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 250 টাকা দাম বেড়ে হয়েছিল 2 হাজার 253 টাকা ৷ 1 মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2 হাজার 12 টাকা (Commercial LPG Gas Price Hike by Rupees 250 on 1 April) ৷