যোধপুর, 19 ডিসেম্বর: 1971-এর ভারত-পাক যুদ্ধে তাঁর বীরত্বের কাহিনী আজও দেশের সেনাবাহিনীর শতশত সদস্যের কাছে প্রেরণার সমান ৷ দেশের স্বার্থে তাঁর জীবনপণ করা লড়াই আজও উদ্বুদ্ধ করে চলেছে প্রজন্মের পর প্রজন্মকে ৷ 71 এর যুদ্ধে তাঁর নেতৃত্বে লোঙ্গেওয়ালা পোস্টে মাত্র 120 জন ভারতীয় জওয়ান মিলে রুখে দিয়েছিল পাক সেনার 2 হাজার সদস্য সমন্বিত ট্যাঙ্ক বাহিনীকে ৷ তাঁর বীরত্ব ও হার না-মানা সেই লড়াইয়ের গাথা তুলে ধরে হয়েছিল 'বর্ডার' ছবিতে ৷ 81 বছর বয়সে প্রয়াত হলেন ভারত-পাক যুদ্ধের মরু নায়ক ভৈরোঁ সিং রাঠোর (1971 War Hero Bhairon Singh Rathore is no more) ৷
সোমবার যোধপুর এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই কিংবদন্তি ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি (BSF Veteran Passes Away) ৷ শারীরিক সমস্যা গুরুতর হওয়ার কারণেই এবছর 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েও বলতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর সেই ইচ্ছা আর পূরণের সুযোগ না-দিয়েই চির সীমান্তের উদ্দেশে পাড়ি দিলেন ভৈরোঁ সিং রাঠোর (Bhairon Singh Rathore) ৷
আরও পড়ুন: আমি ভারতকে পছন্দ করি, সেরা জায়গা, তাওয়াংয়ে সংঘর্ষ নিয়ে মন্তব্য দলাই লামার