হাপুর (উত্তরপ্রদেশ), 15 মে: জঙ্গলে একসঙ্গে পড়ে রয়েছে 19টি বাঁদরের দেহ ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের গড় কোতোয়ালি এলাকায় ৷ গুড়ের মধ্যে বিষ মিশিয়ে ওই বাঁদরগুলিকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের ৷
মধ্য গঙ্গা খালের তীরে গ্রামবাসীরা জঙ্গলে বাঁদরদের দেহ দেখতে পান ৷ কয়েকটি বাঁদরের মুখ থেকে ফেনা বের হতে দেখা যায় । গ্রামবাসীরা গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছে । সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন দফতরকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরা ৷ মৃত বাঁদরের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এ ছাড়াও এলাকারই বেশ কয়েকটি অসুস্থ বাঁদরের খোঁজ মিলেছে ৷ তাদের চিকিৎসা করছে স্বাস্থ্য দফতরের বিশেষ দল ।
বাঁদরগুলির মুখ দিয়ে ফেনা বের হতে দেখে আশঙ্কা করা হচ্ছে যে, ওই বাঁদরদের খাবারে কিছু বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হতে পারে ৷ জঙ্গলে একসঙ্গে এতগুলো বাঁদরের মৃত্যু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসারী ৷ দেহগুলি দেখতে এলাকার মানুষজন ভিড় জমান ৷ কারা এই ঘটনা ঘটাল, তার তদন্তের দাবি করে পুলিশ ও প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ।