বেঙ্গালুরু,28 ডিসেম্বর:নতুন করে আবারও কি করোনার ঢেউ আছড়ে পড়তে চলেছে দেশে ? এই প্রশ্নের উত্তর খুঁজছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা । কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারগুলিও সব ধরনের প্রস্তুতি সেরে রাখতে চাইছে (Country is in Alert to Stop Fresh Spread of Covid 19)। ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও প্রায় নিয়মিত বৈঠক করছেন । তৎপর রাজ্যগুলিও । নবান্নে বুধবারই করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ।
এরই মধ্যে নতুন করে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ল বেঙ্গালুরুতে । জানা গিয়েছে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে 19 জনের শরীরে হানা দিয়েছে করোনা (19 Foreign Returnees Tested Positive for Covid) । ইতিমধ্যেই সেই নমুনাগুলির জিনম সিকোয়েন্সিংয়ের ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন । করোনার শুরু থেকে একাধিকবার বেঙ্গালুরুতে সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল । তাই এবার শুরু থেকেই সংক্রমণে রাশ টানতে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য সরকার । আর তাই বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল । তাতেই এই 19 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ।