নয়াদিল্লি, 13 মে : করোনার সংক্রমণ নিয়ে এবার আশার কথা শোনাল কেন্দ্রীয় সরকার ৷ দেশের অধিকাংশ অংশে যখন করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী, তখন 187 টি জেলায় সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী ৷ আর এই পরিস্থিতি গত দুই সপ্তাহ ধরে চলছে ৷ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম-সচিব লব আগরওয়াল ৷
কোন কোন জেলায় এই সংক্রমণ কমছে, সেই তালিকায় তুলে ধরা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে ৷ আর এই তালিকায় উল্লেখযোগ্য জেলাগুলি হল - গুজরাটের আমেদাবাদ ও সুরাট, মহারাষ্ট্রের নাসিক, নাগপুর, থানে, জলগাঁও ও চন্দ্রপুর, মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল ও গোয়ালিয়র, উত্তর প্রদেশের লখনউ, গোরখপুর ও বারাণসী, রাজস্থানের আলওয়ার এবং ঝাড়খণ্ডের রাঁচি ৷
আরও পড়ুন :কোভিশিল্ডের দুটি ডোজ়ের ব্যবধান বাড়িয়ে 12-16 সপ্তাহ করার প্রস্তাব
একই সঙ্গে ভ্যাকসিন নিয়ে এদিন তথ্য দিয়েছেন লব আগরওয়াল ৷ তিনি জানিয়ছেন এখনও পর্যন্ত সারা দেশে 17.72 কোটি করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এর মধ্যে 13.76 কোটি মানুষ প্রথম ডোজ পেয়েছেন ৷ আর এই সংখ্যার মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন 3.96 কোটি লোক ৷ ভ্যাকসিন নেওয়ার সংখ্যায় এগিয়ে রয়েছেন 45 বছরের বেশি বয়সীরা ৷ ওই বয়সের মানুষের মধ্যে 11.03 কোটি লোক ইতিমধ্যে প্রথম ডোজ নিয়ে ফেলেছেন ৷ আর এর মধ্যে 2.50 কোটি মানুষ দ্বিতীয় ডোজও নিয়ে ফেলেছেন ৷
ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ভারত তৃতীয় স্থানে রয়েছে বলে জানিয়েছেন নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত সদস্য ড. ভি কে পাল ৷ তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রে 26 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ তাঁর আরও বক্তব্য, যাঁদের বয়স 45 বা তার উপরে, সেই সংখ্যক মানুষের এক তৃতীয়াংশ ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়ে ফেলেছেন ৷ এটাকে ভালো লক্ষণ বলে তিনি দাবি করেছেন ৷ কারণ, করোনা আক্রান্ত হয়ে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের 88 শতাংশ এই বয়সের ৷
আরও পড়ুন :টিকা, অক্সিজেন, ওষুধের মতোই প্রধানমন্ত্রীও নিখোঁজ: রাহুল
তিনি স্পুটনিক ভ্যাকসিনের বিষয়টিও উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি, স্পুটনিক ভ্যাকসিন ভারতে চলে এসেছে ৷ আগামী সপ্তাহ থেকেই ওই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে পারে ৷