পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fishermen Free From Pakistan Jail: দীর্ঘদিন পর পাক জেল থেকে মুক্তি, দেশে ফিরে যন্ত্রণার কথা জানালেন ভারতীয় মৎস্যজীবীরা - ভারতীয় মৎস্যজীবী

দীর্ঘদিন পর পাকিস্তানের সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন গুজরাতের 184 জন মৎস্যজীবী ৷ পাকিস্তানের সংশোধনাগারে তাঁদের যে যন্ত্রণার অভিজ্ঞতা হয়েছে, সে কথা জানালেন তাঁরা ৷

Fishermen Free From Pakistan Jail
ভারতীয় মৎস্যজীবীরা

By

Published : May 15, 2023, 1:25 PM IST

ভাদোদরা, 15 মে: দীর্ঘদিন ধরে পাকিস্তানের কারাগারে বন্দি 184 জন মৎস্যজীবীকে মুক্তি দিল সে দেশের সরকার । দেশে ফেরার পর চোখের জলে তাঁদের বরণ করে নিল পরিবার ৷ স্বাগত জানালেন মন্ত্রী-আমলারা ৷ পাকিস্তানের সংশোধনাগারে কাটানো যন্ত্রণার দিনগুলির কথা শুনিয়েছেন মৎস্যজীবীরা ৷

অনেক সময়ই মাছ ধরার জন্য পাকিস্তানি জলসীমায় ঢুকে পড়ায় সে দেশের নৌবাহিনীর হাতে ধরা পড়তে হয় ভারতীয় মৎস্যজীবীদের ৷ তাঁদের কারারুদ্ধ করা হয় । সে রকমই 184 জন মৎস্যজীবীকে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে পাকিস্তান ৷ দেশে ফেরার পর ভাদোদরায় তাঁদের স্বাগত জানাতে রেলস্টেশনে যান কৃষিমন্ত্রী রাধাবজি প্যাটেল । তিনি সবাইকে বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন ৷ দেশে ফেরা মৎস্যজীবীরা জানান, পাক কারাগারে নানা সমস্যায় দিন কেটেছে তাঁদের ৷ তবে ভারত ও রাজ্য সরকারের প্রচেষ্টায় তাঁরা বাড়ি ফিরতে পেরেছেন বলে জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান তাঁরা ৷

গুজরাতের 184 জন মৎস্যজীবীকে অমৃতসর থেকে ট্রেনে করে ভাদোদরা রেলস্টেশনে আনা হয় । তাঁদের স্বাগত জানাতে রাজ্য সরকারের মন্ত্রী রাঘবজিভাই প্যাটেল, সচিব ভীমজিয়ানি, ফিশারিজ দফতরের ডিরেক্টর নীতিন সংঘওয়ান ভাদোদরা রেলস্টেশনে তাঁদের স্বাগত জানান । বাসে করে তাঁদের নিজের গ্রাম ভেরাভালে পাঠানো হয়েছে ।

দেশে ফেরা মৎস্যজীবী কান্তিভাই মাকওয়ানা জানান, "আমরা হঠাৎ আমাদের এলাকার জলসীমার বাইরে বেরিয়ে গিয়েছিলাম । তখনই পাকিস্তানি সৈন্যদের হাতে ধরা পড়ে বন্দি হই । গত সাড়ে তিন বছর ধরে কারাগারে ছিলাম । 11 তারিখে মুক্তি পেয়েছি । আজ আমরা বাড়ি যাচ্ছি । বাড়ি ফিরতে পেরে আমরা খুব খুশি । জেলে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, সময়মতো খাবার পাইনি ।

সাধারণত কোনও জাতীয় উৎসব পালনের সময় সৌজন্য বিনিময়ের উদ্দেশ্যে পাকিস্তান সরকার বন্দি ভারতীয় মৎস্যজীবীদের মুক্তি দেয় ৷ কিন্তু, এখন কোনও উৎসব চলছে না ৷ ভারত সরকার এবং গুজরাত সরকারের তৎপরতাতেই এই মৎস্যজীবীদের মুক্তি সম্ভব হয়েছে ৷

দেশে ফেরা আর এক মৎস্যজীবী লাখাভাই বলেছেন, "আমি কোডিনার তালুকার গির সোমনাথের বাসিন্দা । আমরা সাগরে মাছ ধরতে গিয়েছিলাম, সেখানে প্রাচীর নেই । আমরা স্রোত বা জোয়ারের কারণে জলরেখা অতিক্রম করি । পাকিস্তান কোস্ট গার্ড আমাদের ধরেছে । আমরা করাচী জেলে ছিলাম 4 বছর । আমরা এখন স্বাধীন । পাকিস্তানের কারাগারে থাকা খুবই কষ্টকর ছিল । আমরা যা পেতাম তাই খেতে হত, ভালো ব্যবহার না করলে মারধর করা হত ।"

আরও পড়ুন:শ্রীলঙ্কার নৌসেনার হাতে গ্রেফতার 15 ভারতীয় মৎস্যজীবী

ABOUT THE AUTHOR

...view details